ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফোর্বসের তালিকায় তৃতীয় রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা

চাহিদার শীর্ষে রোনাল্ডো

প্রকাশিত: ০৪:৪৫, ১২ জুন ২০১৫

চাহিদার শীর্ষে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ খেলার মাঠের মতো মাঠের বাইরেও সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ প্রমাণ আরও একবার মিলেছে। ভক্তদের দৃষ্টিতে বিশ্বের সবচেয়ে আকাক্সিক্ষত ফুটবলারও রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা। শতকরা ৮০ ভাগ দর্শক রোনাল্ডোকে পছন্দ করেন। এক্ষেত্রে সি আর সেভেনের পেছনে আছেন ইংল্যান্ডের ওয়েন রুনি ও স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা। বিশ্ব ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এতে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন দেশটির ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তালিকার ২৩তম অবস্থানে আছেন তিনি। গত বছর তার অবস্থান ছিল ২২ নম্বরে। ক্রিকেটার ধোনির আয় ৩১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বেতন ৪ মিলিয়ন ও অন্যান্য (বিজ্ঞাপন, বোনাস, প্রাইজমানি) স্বত্ব থেকে আয় করেছেন বাকি ২৭ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর টেস্ট থেকে অবসর নেন ৩৩ বছর বয়সী ধোনি। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন বক্সার ফ্লোয়েড মেওয়েডার। তার আয় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। এরপর আছেন আরেক বক্সার ম্যানি প্যাকুয়া। তার আয় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৭৯.৬ মার্কিন ডলার (তৃতীয়), লিওনেল মেসি ৭৩.৮ মার্কিন ডলার (চতুর্থ), টেনিস তারকা রজার ফেদেরার ৬৭ মিলিয়ন মার্কিন ডলার (পঞ্চম), বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস ৬৪.৮ মিলিয়ন মার্কিন ডলার (ষষ্ঠ), কেভিন ডুরান্ট ৫৪.১ মিলিয়ন মার্কিন ডলার (সপ্তম), গলফার ফিল মাইকেলসন ৫০.৮ মিলিয়ন মার্কিন ডলার (অষ্টম), টাইগার উডস ৫০.৬ মিলিয়ন মার্কিন ডলার (নবম) ও বাস্কেটবল প্লেয়ার কোবে বিরিয়ান্ট ৪৯.৫ মিলিয়ন মার্কিন ডলার (দশম)। শেষ হওয়া মৌসুমে ব্যক্তিগত দ্বৈরথে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ সুপারস্টার ২০১৪-১৫ মৌসুমে গোলসংখ্যায় স্পষ্ট ব্যবধানে হারিয়েছেন বার্সিলোনাকে জাদুকরকে। এবারের লা লিগায় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিটি ট্রফি নিশ্চিত করেছেন সি আর সেভেন। পাশাপাশি ইউরোপের দেশগুলোর শীর্ষ লীগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন সুও পাচ্ছেন বর্তমান ফিফা সেরা ফুটবলার। ব্যক্তিগত এই প্রাপ্তির পরও রোনাল্ডোর অর্জন শূন্য বলে মনে করছেন অনেকে। কেননা তার দল রিয়াল মাদ্রিদ কোন শিরোপা জিততে পারেনি।
×