ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোরিয়া তায়কোয়ানদো স্বর্ণ রাকিবুল ও নাফিসার

প্রকাশিত: ০৪:৪৩, ১২ জুন ২০১৫

কোরিয়া তায়কোয়ানদো স্বর্ণ রাকিবুল ও নাফিসার

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কোরিয়া এ্যাম্বাসেডর কাপ তায়কোয়ানদো।’ উদ্বোধনী দিনে পুরুষ জুনিয়র ৪৫-৫৫ কেজি ওজন শ্রেণীতে বিকেএসপির রাকিবুল ইসলাম সিফাত স্বর্ণ, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের শাকিল আহমেদ রৌপ্য, মিরপুর ইনডোরের তানভীর ও বিএন কলেজের রাকিব রায়হান তাম্র; মেয়েদের জুনিয়র ৪৫-৫৫ কেজি ওজন শ্রেণীতে ধানম-ি ক্লাবের নাফিসা মালিয়াত স্বর্ণ, বান্দরবানের বুসরা রৌপ্য, আদমজী কলেজের জান্নাতুল আক্তার ও শাহীন কলেজের শারমীন সুলতানা তাম্রপদক লাভ করেন। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সংস্থা, জেলা ও সার্ভিসেস দল থেকে ছেলে ও মেয়ে মিলে ৩৫০ খেলোয়াড় অংশগ্রহণ করছে। ফেডারেশন কাপ রাগবি শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ‘ডায়মন্ড মেলামাইন ফেডারেশন কাপ রাগবি বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৭২-৫ পয়েন্টে মাদারটেক রাগবি ক্লাবকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ। জাতীয় কাবাডিতে সিলেট চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতায় আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দলের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা বৃহস্পতিবার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনালে সিলেট জেলা ২ লোনাসহ ৩৫-৩৬ পয়েন্টে ঢাকা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) নারায়ণ চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান নিজামউদ্দিন চৌধুরী পারভেজ।
×