ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লিঙ্গ-বিতর্কে ইন্দোনেশিয়ার মহিলা ভলিবল খেলোয়াড়

প্রকাশিত: ০৪:৪১, ১২ জুন ২০১৫

লিঙ্গ-বিতর্কে ইন্দোনেশিয়ার মহিলা ভলিবল খেলোয়াড়

স্পোর্টস রিপোর্টার ॥ লিঙ্গ-বিতর্কে জড়িয়ে পড়লেন ইন্দোনেশিয়ার প্রমীলা ভলিবল দলের খেলোয়াড় এপ্রিলিয়া সান্তিনি ম্যাঙ্গান্যাং। বুধবার সাউথ এশিয়ান ভলিবল গেমসে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ছিল ফিলিপিন্স। আর এই ম্যাচের আগেই ম্যাঙ্গান্যাংয়ের বিরুদ্ধে লিঙ্গ জনিত প্রশ্ন উঠে। ফিলিপিন্সদের অভিযোগ ম্যাঙ্গান্যাং একজন পুরুষ হয়ে ইন্দোনেশিয়ার ভলিবল দলে খেলছে। এরপর থেকেই শুরু হয় বিতর্কের ঝড়। টুর্নামেন্টের সীমানা ছাড়িয়ে যা পরবর্তীতে বিশ্ব ক্রীড়াঙ্গনেরই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে। ম্যাঙ্গান্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ এনে ফিলিপিন্সের কোচ রজার গোরায়েব বলেন, সে খুবই শক্তিশালী। এটা মনে হয় মহিলা বিভাগে কোন পুরুষ খেলোয়াড় খেলছে।’ ম্যাঙ্গান্যাংয়ের বিরুদ্ধে আনা ফিলিপিন্সের অভিযোগ আয়োজক কর্তৃপক্ষের কাছেও পৌঁছেছে। একটি বিবৃতিতে বুধবার তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আয়োজক কর্তৃপক্ষ। তবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ এটাও জানায় যে, আপাতত ম্যাঙ্গান্যাং ফ্রি। সে খেলতে পারবে। কেননা লিঙ্গ পরীক্ষার বিষয়টি খুবই জটিল। তাই ফিলিপিন্সের বিপক্ষে ম্যাচের আগে তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। ফিলিপিন্সের আনা অভিযোগ নিয়ে মোটেও চিন্তিত নন এপ্রিলিয়া সান্তিনি ম্যাঙ্গান্যাং। বরং এটা তার পারফর্মেন্সের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এ বিষয়ে ২৩ বছর বয়সী এই ইন্দোনেশিয়ার ভলিবল তারকা এপ্রিলিয়া বলেন, ‘এ বিষয়ে আসলে আমি কী বলতে পারি? তবে এই বিষয়টি সামনে উঠে আসায় আমার খুবই ভাল লাগছে এবং কৃতজ্ঞ। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ভাল পারফর্মেন্স উপহার দেয়ার জন্য এটা আমার জন্য অতিরিক্ত প্রেরণা হিসেবে কাজ করবে বলেই মনে করি আমি।’ বুধবার ফিলিপিন্সের বিপক্ষে দারুণ জয় পায় ইন্দোনেশিয়া। ফিলিপিন্সের বিপক্ষে এদিন খেলেছেন ম্যাঙ্গান্যাং। দলকে জয় উপহার দিতে তিনি দলের সর্বোচ্চ ১৩ পয়েন্ট স্কোর গড়েন। আর এটাই তার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর পারফর্মেন্স করতে পারলে এপ্রিলিয়ার আর কিছ্ইু লাগে না। প্রতিপক্ষের বিপক্ষে সেরাটা খেলতে পারাই আসলে তার বড় গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে পারফর্মেন্স উপহার দিতে পারাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের বিপক্ষে সবসময়ই চাই আমার সেরাটা ঢেলে দিতে। এই কর্তব্যটা সর্বদা নিজে থেকেই অনুভব করি।’ নিজের লিঙ্গ সম্পর্কেও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন ২৩ বছর বয়সী এই টেনিস তারকা। এ বিষয়ে এপ্রিলিয়া বলেন, ‘আমার বাবা-মা খুবই সৎ লোক।
×