ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ই-কমার্স খাত ভ্যাটমুক্ত রাখার দাবি

প্রকাশিত: ০৪:৩২, ১২ জুন ২০১৫

ই-কমার্স খাত ভ্যাটমুক্ত  রাখার দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ই-কমার্স খাতে চার শতাংশ ভ্যাট নির্ধারণ করা হলে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই চূড়ান্ত বা সংশোধিত বাজেটে সম্ভাবনাময় এ খাতকে ভ্যাটমুক্ত রাখার বিষয়ে আবারও বিবেচনার দাবি জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের তিন শীর্ষস্থানীয় সংগঠন। বৃহস্পতিবার বিডিবিএল ভবনে ‘বাজেট প্রতিক্রিয়া’ শিরোনামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, এর আগে তথ্যপ্রযুক্তি খাতে আয়কর অব্যাহতি ২০২৪ সাল পর্যন্ত বর্ধিত করা, ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় করতে প্রাথমিকভাবে আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য ই-কমার্সের সব লেনদেন ভ্যাটমুক্ত রাখা এবং সরবরাহ পর্যায়ে উৎসে করের বিধান রহিত করাসহ আরও কয়েকটি বিষয় বাজেটে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়। কিন্তু এগুলোর অধিকাংশই উপেক্ষিত রয়েছে। ই-কমার্স খাতের বিকাশে চূড়ান্ত বা সংশোধিত বাজেটে এসব প্রস্তাব বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি দাবি জানান তিনি। দর্শকশূন্য রিহ্যাব ফেয়ার অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেতা-দর্শকশূন্য অবস্থায় বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো চলছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী আবাসন মেলা রিহ্যাব সামার ফেয়ার-২০১৫। দিনের শুরুতেই সকাল ১০টায় যথারীতি মেলার কার্যক্রম শুরু হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল যথারীতি খুললেও দুপুর নাগাদ চোখে পড়ার মতো কোন দর্শনার্থী দেখা যায়নি। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরা বসে গল্প করে অলস সময় পাড় করছেন। ক্রেতা-দর্শনার্থী না থাকায় সবার মধ্যেই হাতাশার চাপ দেখা যাচ্ছে।
×