ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ডিজিটাল জালিয়াতি ॥ বিক্ষোভ

ভর্তিচ্ছুকে না জানিয়েই কলেজে অনলাইন আবেদন সম্পন্ন

প্রকাশিত: ০৩:৫৮, ১২ জুন ২০১৫

ভর্তিচ্ছুকে না জানিয়েই কলেজে অনলাইন আবেদন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ জুন ॥ কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্র্থীকে অবহিত না করেই প্রতারণার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য এসএমএস’র মাধ্যমে ভর্তির আবেদন পূরণ করে নিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এসে বিক্ষোভ প্রদর্শন করেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে জেলার মুরাদনগর উপজেলার বাইরা স্কুল এ্যান্ড কলেজে। জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফলে মুরাদনগর উপজেলার বাইরা স্কুল এ্যান্ড কলেজ থেকে ১৫১জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। কিন্তু গত ২/৩ দিন এসব পরীক্ষার্থী মোবাইলে এবং বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে ভর্তির আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার তারা ওই কলেজে গিয়ে জানতে পারে এরই মধ্যে তাদের ভর্তি আবেদন অত্র কলেজ কর্তৃপক্ষই সম্পন্ন করে ফেলেছে। এ সময় পরীক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। প্রতারণার শিকার ক্ষুব্ধ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বাইরা স্কুল এান্ড কলেজের সভাপতি আলী ইমাম কাউছার ও অধ্যক্ষ কামাল উদ্দিন আহাম্মেদ সুকৌশলে স্কুলের অফিস সহকারী আরজু বেগমকে দিয়ে বাইরা বাজারের আজাদ কম্পিউটারে বসে শতাধিক শিক্ষার্থীর নাম-রোল নং দিয়ে বাইরা কলেজকে প্রথম পছন্দ উল্লেখ করে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করেছে, এতে তারা তাদের পছন্দের ভাল কোন কলেজে ভর্তি হতে পারবে না বলে ক্ষোভ প্রকাশ করে। প্রতারণার শিকার বাইরা স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রী আয়েশা আক্তার ও রহিমা আক্তার অভিযোগ জানান, আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অথবা দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করছিলাম, কিন্তু কলেজের সভাপতি ও অধ্যক্ষ মিলে আমাদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কায়সার আহমেদ সাংবাদিকদের জানান, ওই প্রতারিত শিক্ষার্থীদের নিকট থেকে লিখিত অভিযোগ পেলে কলেজ কর্তৃপক্ষের এমন বেআইনী কর্মকা-ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং শিক্ষার্থীদের পছন্দের কলেজে ভর্তি হতে আগের পাঠনো এসএমএস বাতিলপূর্বক নতুন করে এসএমএস পাঠনোর সুযোগ দেয়া হবে।
×