ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তির দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৭:৪০, ১১ জুন ২০১৫

পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে  ভর্তির দাবিতে  মানববন্ধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মধ্য দিয়ে সরকারী পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়া চালু রাখার দাবিতে খুলনায় মানববন্ধন ও মিছিল করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অনেক মেধাবী ছাত্রছাত্রী বিভিন্ন কারণে এবার এসএসসিতে কম পয়েন্ট পেয়েছে। পয়েন্টের ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চালু হলে ওই সব মেধাবীরা ভর্তি হতে পারবে না। শিক্ষার্থীরা অবিলম্বে রেজাল্টের ভিত্তিতে পলিটেকনিকে ভর্তির সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- রায়হান ইসলাম, সোহান শরীফ, মোকসেদ মুকুল প্রমুখ। বিধবার ঘর ভাংচুর স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় এক অসহায় বিধবার বসতঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় বিধবা জাহানারা বেগম (৭০) ও তার নাতি খালেদ মাসুদ (১০) আহত হয়েছে। তাদের পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ২টায় পেকুয়া বারবাকিয়া নয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের মৃত নুরুচ্ছাফার স্ত্রী জাহানারা বেগমের টিনের বসতঘর ও কিছু জমি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা চালাচ্ছিল একই গ্রামের আবদু রহিম, আবু ছিদ্দিক, মিরাজ, ফারুক, এনায়েত আলীসহ কয়েক প্রভাবশালী। মঙ্গলবার রাতে ওই বিধবার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিধবাসহ দুইজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বিজ এ্যাওয়ার্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ইউরোপের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘বিজ এ্যাওয়ার্ড-২০১৫’ অর্জন করায় রাজশাহীর মেয়ে আয়েশা আক্তার জাহান ডালিয়াকে সংবর্ধনা দিয়েছে রাজশাহীবাসী। মঙ্গলবার দুপুরে নগরীর অভিজাত রেস্তোরাঁয় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। নাগরিক সংবর্ধনার ব্যানারে অনুষ্ঠিত সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর শিরীন সুফিয়া খানম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মিজান উদ্দীন।
×