ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টি শঙ্কা থাকছেই ফতুল্লা টেস্টে!

প্রকাশিত: ০৭:২০, ১১ জুন ২০১৫

বৃষ্টি শঙ্কা থাকছেই ফতুল্লা টেস্টে!

স্পোর্টস রিপোর্টার ॥ কি আবেগ নিয়েই না অপেক্ষা করছিলেন স্বাগতিক ভক্তরা। বিশ্বকাপ-বিতর্কের জের ধরে ফতুল্লা টেস্ট ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ। বাংলাদেশের ‘মাথামোটা’ নির্বাচকদের ভুল একাদশ বেছে নেয়া ও প্রতিপক্ষ দুই ওপেনারের নিষ্ঠুর ব্যাটিংয়ে প্রথমদিনেই সেই আকর্ষণ উবে গেছে! আবেগী টাইগার ভক্তদের জন্য সুসংবাদ প্রথম দিনের মতো আজ এবং আগামী তিনদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে! বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে তেমনটাই জানানো হয়েছে। পূর্বভাস কেন্দ্রের তথ্য, মৌসুমী বায়ু ইতোমধ্যে (বুধবার সাকালে) দেশের মধ্যভাগ অর্থাৎ ঢাকা ও তার আশপাশের এলাকায় পৌঁছে গেছে। এর প্রভাবে ঢাকা-নারায়ণগঞ্জসহ এর আশাপাশের এলাকায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে, টেস্টের প্রথম দিন যেমনটা হয়েছে। আজ ও আগামীকাল দিনে একাধিকবার বৃষ্টি হানা দেবে বলেও জানানো হয়েছে। আষাঢ় মাস আসতে আর দু’দিন বাকি। সুতরাং রবীন্দ্রনাথের ‘.... তিল ঠাঁই আর নাহিরে’ বাস্তব রূপ পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রথমদিনে খেলার যা চিত্র, তাতে মনে সেটিই চাইবে বাংলাদেশ! বুধবার প্রথমদিন বৃষ্টির জন্য প্রায় চার ঘণ্টা খেলা বন্ধ ছিল। নষ্ট হয়েছে দিনের ৩৪ ওভার। সকাল দশটায় ম্যাচ শুরুর সময় থেকেই ফতুল্লার আকাশে ছিল মেঘের ঘনঘটা। তাই শুরু থেকেই জ্বালানো হয় ফ্লাডলাইট। ১১টা ৩৫ মিনিটে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। এক ঘণ্টারও বেশি সময় পর বৃষ্টি থামে। স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল না হওয়ায় আউটফিল্ড উপযোগী করে পুনরায় খেলা শুরু হতে বিকেল সাড়ে ৩টা বেজে যায়। যার অর্থ, পুরো একটা সেশনই নষ্ট। এখন আবহাওয়ার যা ইঙ্গিত, সেটি সত্যি হলে খেলা নিয়ে বড় সংশয় তৈরি হবে। অবশ্য কোহলিরা যেভাবে শুরু করেছেন, তাতে বৃষ্টির ফাঁক-ফোকর গড়ে প্রতিদিন ২০-৩০ ওভার করে খেলা হলেও হয়ত ম্যাচটা অনায়াশে জিতে নেবে ভারত!
×