ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন আর্থিক প্রস্তাব গ্রিসের

প্রকাশিত: ০৭:১১, ১১ জুন ২০১৫

নতুন আর্থিক প্রস্তাব গ্রিসের

এবার ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে নতুন আর্থিক সংস্কার পরিকল্পনা পেশ করল ঋণের ভারে জর্জরিত গ্রিস। সময়ে ঋণ মেটানো না গেলে পুরো ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিই ভেঙে পড়বে বলে সম্প্রতি মন্তব্য করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস। তারপরই এই পরিকল্পনার প্রস্তাব রাখল ইউরোপীয় দেশটি। আন্তর্জাতিক অর্থ ভা-ার (আইএমএফ) এবং ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের (ইসিবি) কাছে প্রায় ৮০০ কোটি ডলারের ঋণ বাকি পড়ে রয়েছে গ্রিসের। চলতি মাসেই যার মেয়াদ ফুরানোর কথা। সময়ে যা না-মেটালে ফের একবার সমস্যায় পড়বে ঘোরতর আর্থিক সঙ্কটে পড়া গ্রিস। এ জন্য গত সপ্তাহের শেষেই ইউরোপীয় কমিশন নিজের প্রস্তাব পেশ করলেও, গ্রিস তা পত্র পাঠ খারিজ করে দিয়েছিল। কিন্তু এবার নিজে থেকেই সংস্কারের সুপারিশ পেশ করতে বাধ্য হলো তারা। -অর্থনৈতিক রিপোর্টার হিজড়ারাও পাচ্ছে এসএমই ঋণ তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়কে (সাধারণভাবে হিজড়া হিসেবে পরিচিত) এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের জন্য সব তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ এ ব্যাপারে এক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, সমাজের অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনৈতিক অন্তর্ভুক্তির সুফল প্রাপ্তির লক্ষ্যে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায়, প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সব উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এতে আরও বলা হয়, উক্ত ঋণ বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচীর আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে বিতরণ করা যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×