ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৫০ বছর পূর্তিতে ৭০ বিলিয়ন ডলার রফতানি আয়

প্রকাশিত: ০৭:০৮, ১১ জুন ২০১৫

৫০ বছর পূর্তিতে ৭০ বিলিয়ন ডলার রফতানি আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি নারীদের আরও নেতৃত্বে এগিয়ে যেতে হবে। ২০২১ সালে মধ্য আয়ের দেশে যেতে হলে নারীদের প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার বাড়াতে হবে। এর সঙ্গে সরকারের সহযোগিতা যোগ হলে বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ৭০ বিলিয়ন ডলারের রফতানি আয় করা সম্ভব হবে। উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে নারীর অগ্রগতি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বুধবার দুপুরে এ অনুষ্ঠান হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে নারীদের একসঙ্গে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তিতে বর্তমান সরকার খুব গুরুত্ব দিয়েছে। এ খাত থেকে আগামী বছর ১ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে। তথ্যপ্রযুক্তিখাতের পাশাপাশি জাহাজশিল্প ও ওষুধশিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ সব খাতে নারীদের অগ্রাধিকার দেয়া হবে। বাজেটে নারীদের জন্য থোক বরাদ্দ দেয়া হয়েছে। নারীদের জন্য ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এ নিয়ে কোন হতাশা নেই। আগামীতে বাংলাদেশ বিশ্বের ১১টি উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে চলে আসবে। এ জন্য নারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামীতে বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ ছাড় দেয়া হবে। এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই। বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের বিভিন্ন সহযোগিতা দিয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখার জন্য দেশের ৭ বিভাগের ৭ নারী উদ্যোক্তাকে পুরস্কার দেয়া হয়। এ ছাড়াও নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ রিপোর্টিংয়ের জন্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার দুই সাংবাদিককেও পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত ৭ নারী উদ্যোক্তা হলেন বরিশালের চন্দ্রিমা ফ্যাশন হাউজের মাকসুদা খাতুন, চট্টগ্রামের নিকোর ক্র্যাপসের নুরুন্নাহার, ঢাকার ট্রিমটেক্স বাংলাদেশের শাহিদা পারভিন, খুলনার এক্সিকিউটিভের কানিজ সুলতানা, রংপুরের আসমাউল হোসনা, ইলেক্ট্রনিক মিডিয়ার যমুনা টেলিভিশনের সীমা ভৌমিক এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কামরুন নাহার।
×