ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৭:০৬, ১১ জুন ২০১৫

পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দুই কার্যদিবসের দর পতনের পরে বৃহস্পতিবারে উভয় পুঁজিবাজারে সূচকের উত্থানে শেষ হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়েছে বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। বাজার পর্যালোচনায় দেখা গেছে, বাজেট পরবর্তী প্রথম কার্যদিবস রবিবারে সূচকের সামান্য বৃদ্ধি দিয়ে দিনের লেনদেন শেষ হলেও পরবর্তী দুই কার্যদিবসে পতন ঘটেছে পুঁজিবাজারে। বুধবার সে পতনের ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে। তবে শুরুর সূচকের বড় উত্থান শেষ পর্যন্ত থাকেনি। কারণ লেনদেনের শুরুর দিকে শেয়ার ক্রয়ের চাপ থাকলেও শেষ আড়াই ঘণ্টায় মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে। এতে সূচকের তীর নিম্নমুখী হয়ে পড়ায় বড় ধরনের উত্থান ঘটেনি বাজারে। সকালে বড় ধরনের সূচকের উত্থানের পরে দিনশেষে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪২.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৫৫৬.৬৮ পয়েন্টে। একইভাবে সেখানকার বাছাই সূচক বা ব্লু চিপস সূচকটি মোট ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৬০ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে লেনদেন কমতে থাকলেও বুধবার তা বেড়েছে। মঙ্গলবারের তুলনায় ৫৪ কোটি ১৮ লাখ টাকা বেড়ে দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৮৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড এয়ার। দিনশেষে কোম্পানিটির ৩০ কোটি ৪১ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা। ২৩ কোটি ৪৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- খুলনা পাওয়ার, হাইডেলবার্গ সিমেন্ট, ফ্যামেলিটেক্স, সামিট পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, এসিআই ফরমুলেশন্স ও ট্রাস্ট ব্যাংক। একইভাবে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সব ধরনের সূচক বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪০.৫৪ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮ হাজার ৪৯৯.৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। মঙ্গলবার ৬৫ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হলেও বুধবার ৪৫ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে। লেনদেনে হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ফ্যামিলি টেক্স, লাফার্জ সুরমা সিমেন্ট, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মোজাফফর হোসেন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ও মবিল যমুনা বাংলাদেশ।
×