ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী আজ পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধন করবেন

প্রকাশিত: ০৬:৫২, ১১ জুন ২০১৫

প্রধানমন্ত্রী আজ পুলিশ প্লাজা কনকর্ড উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ কল্যাণ ট্রাস্টের নবনির্মিত বাণিজ্যিক ভবন পুলিশ প্লাজা কনকর্ডের শুভ উদ্বোধন করবেন। পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কনকর্ড গ্রুপের যৌথ উদ্যোগে রাজধানীর হাতিরঝিলসংলগ্ন গুলশান-১ এলাকায় এ ভবনটি নির্মিত হয়েছে। বহুতলবিশিষ্ট ও আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ শপিংমলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। খবর বাসসর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিত্ব, আমলা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। রেলওয়ে গার্ড ও পার্সেল সহকারী পদে পরীক্ষার সময়সূচী পরিবর্তন স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) গার্ড ও পার্সেল সহকারী গ্রেড-২ পদের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী, গার্ড পদের লিখিত পরীক্ষা ১২ জুন (শুক্রবার) সকাল ১০টার পরিবর্তে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এছাড়া পার্সেল সহকারী গ্রেড-২ পদের লিখিত পরীক্ষা ১২ জুন বিকেল ৩টার পরিবর্তে, ২৬ জুন (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বুধবার (১০ ?জুন) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কর্তৃক পাঠানো এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত এ তারিখ ও সময় পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রেসক্লাবের নতুন কমিটিকে শোকজ কোর্ট রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ সালের জন্য গঠিত কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার পক্ষে কারণ জানতে চেয়েছে (শো’কজ) আদালত। নতুন কমিটির নেতাসহ বিবাদীদের সাত দিনের মধ্যে শো’কজ নোটিসের জবাব দিতে হবে। জাতীয় প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদের দায়ের করা স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার পর আদালত এ নির্দেশ দেয়। বুধবার সকালে ঢাকার প্রথম যুগ্ম-জেলা জজ আদালতে ২০১৫-১৬ মেয়াদের গঠিত কমিটি, তিনটি ব্যাংকের কর্তৃপক্ষ ও ঢাকার জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে এ স্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করেন আবদাল আহমেদ। নিষেধাজ্ঞা মামলার আবেদন আমলে নিয়ে বিচারক শাহাদৎ হোসেন এ কারণ দর্শানোর নির্দেশ দেন। সম্প্রতি গঠিত কমিটিতে সিনিয়র সাংবাদিক শফিকুর রহমানকে সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়। অন্যান্য পদে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও বিএনপি সমর্থিত সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী। এছাড়া প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত ইলিয়াস খান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আশরাফ আলী। কোষাধ্যক্ষর পদ পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত কার্তিক চ্যাটার্জী।
×