ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ ঢাকা ভার্সিটি ছাত্রলীগের সম্মেলন

প্রকাশিত: ০৬:৫১, ১১ জুন ২০১৫

আজ ঢাকা ভার্সিটি ছাত্রলীগের সম্মেলন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন। কারা আসবেন এই শাখার নেতৃত্বে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শুরু হয়েছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। বুধবার ছিল জীবনবৃত্তান্ত জমা দেয়ার শেষ দিন। এদিন দুপুর ১টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ১৯০টি আবেদনপত্র জমা পড়েছে। আজ সকালে অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কে হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আগামী দিনের কা-ারি, কেমন তার ব্যক্তিগত ইমেজ। এ নিয়ে চলছে আলোচনার ঝড়। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য সংগঠনের প্রতি আনুগত্যশীল, মেধাবী, পরিশ্রমী ও ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় রয়েছেন- শামস ই নোমান, আদিত্য নন্দি, এসএইচএম শাহ আলম সাদ্দাম, আরেফিন সিদ্দিক সুজন, বিএম এহতেশাম, রেজাউল ইসলাম রেজা, শেখ ফয়সল, মেহেদী হাসান রনি, মোবারক হোসেন, আসাদুজ্জামান আসাদ, সজীব বিশ্বাস, আপেল মাহমুদ সবুজ, ইলিয়াস সানি, মাহমুদুল হাসান, রিফাত জামান, নিশিতা ইকবাল নদী, সায়েম খান, আলী ইমরান, সাইফুর রহমান সাইফ, মাকসুদ রানা মিঠু, নিজামুল হক দিদার, আল নাহিয়ান খান জয়, রওশন আরা নিতুল, ইয়াজ আল রিয়াদ, হান্নান হোসেন তালুকদার, রাকিবুল আলম সৌরভ, শেখ মোহাম্মদ ইনান, তিলোত্তমা শিকদার, এনায়েত হোসেন রেজা, ইশাত কাশফিয়া ইরা, শাহীনুর রহমান শাহীন, রুহুল আমিন, আবু সালমান প্রধান শাওন, চৈতী রানী বিশ্বাস, সুপ্রিয় কু-ু রাজেশ, মাহমুদুল হাসান রাকিব, রকিবুল হাসান নোবেল, দারুস সালাম শাকিল, মোতাহার হোসেন প্রিন্স, মেহেদী হাসান, তানজিল ভুইয়া তানভির, মোঃ খায়ের উদ্দিন চৌধুরী, আবুল হাসান রুবেল, এইচ এম আল-আমিন আহমেদ, আশিকুল পাঠান সেতু প্রমুখ। সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্যা জনকণ্ঠকে বলেন, সম্মেলনের জন্য নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। পোস্টার ও আমন্ত্রণপত্র সবাইকে পৌঁছে দেয়া হয়েছে। আশাকরি অত্যন্ত জাঁকজমকভাবেই সম্মেলন সম্পন্ন হবে।
×