ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত হলো রাফাতের এ্যালবাম ‘আল্লাহ্ তুমি দয়াময়’

প্রকাশিত: ০৪:৩২, ১১ জুন ২০১৫

প্রকাশিত হলো রাফাতের এ্যালবাম ‘আল্লাহ্ তুমি দয়াময়’

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন মাহে রমজান উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হলো লেজার ভিশনের আয়োজনে ক্লোজআপওয়ানখ্যাত এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাফাতের কাওয়ালী গানের অডিও-ভিডিও এ্যালবাম ‘আল্লাহ্ তুমি দয়াময়’। এ উপলক্ষে বাংলামোটরের একটি রেস্টুরেন্টে এ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন করেন সঙ্গীতজ্ঞ আজাদ রহমান, সাবেক সচিব নূরুল হক, বিশিষ্ট সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান, সঙ্গীতশিল্পী কনক চাঁপা, ঘাসফড়িং প্রোডাকশনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার ইসমাইল, কণ্ঠশিল্পী রাফাতসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। সংস্কৃতিসেবী সৈয়দ আবুল হোসেনের পরিকল্পনায় এবং ঘাসফড়িং প্রোডাকশন প্রযোজিত এ্যালবামের প্রকশনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এ্যালবামের কয়েকটি গানের ভিডিওচিত্র প্রদর্শিত হয়। প্রসঙ্গত ‘আল্লাহ্ তুমি দয়াময়’ এ্যালবামে মোট ১০টি কাওয়ালী গান স্থান পেয়েছে। এ্যালবামের সঙ্গীতায়োজনে ছিলেন জে কে। এ্যালবামের উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘যিনি এই দুনিয়ার মালিক’, ‘আল্লাহ্ তুমি দয়াময়’, ‘ইয়া রাসুল আল্লাহ’, ‘মা ফাতেমা’, ‘আল্লাহু আল্লাহ্’ ইত্যাদি। কাওয়ালী ভক্ত শ্রোতাদের এ্যালবামের কাওয়ালীগুলো মুগ্ধ করবে বলে শিল্পী রাফাতের বিশ্বাস।
×