ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন পেনড্রাইভ

প্রকাশিত: ০৪:৩০, ১১ জুন ২০১৫

নতুন পেনড্রাইভ

মার্কিন এক সমীক্ষা বলেছে, ব্যবহারকারী অধিকাংশ সময়ই পেনড্রাইভ উলটো করে লাগায়। কারণ সাধারণ পেনড্রাইভ একটি নির্দিষ্ট দিকেই ডিভাইসে এ্যাটাচ হয়। কিন্তু এবার থেকে এটা আর কোন সমস্যাই হবে না। কারণ সমাধান নিয়ে এল ইউএসবিসি নামে নতুন এক পেনড্রাইভ। ইয়াহু টেক এই পেনড্রাইভটি বাজারে এনেছে। -ওয়েবসাইট ১০২ বছর বয়সে ডক্টরেট ১০২ বছর বয়সে ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন ইংগেবোর রাপোপোট নামে এক নারী। ইহুদি হওয়ার কারণে নাৎসি বাহিনীর বাধার ফলে এই ডিগ্রী পেতে হলে তাকে ৮০ বছর অপেক্ষা করতে হলো। অবশেষে গত মাসে ভাইবা পরীক্ষায় অংশ নিয়ে তিনি পাস করেছেন। জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি তার হাতে ডক্টরেট উপাধি তুলে দিয়েছে মঙ্গলবার। তিনি ১৯৩৭ সালে মেডিক্যালের পড়াশোনা শেষ করেন। এরপর ডিপথেরিয়া নিয়ে গবেষণা রিপোর্ট তৈরি করেন। তার মা ছিলেন একজন ইহুদি পিয়ানোবিদ। -বিবিসি
×