ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্যামল চৌধুরী

ফুটপাথ হোক পথচারীর

প্রকাশিত: ০৪:১৬, ১১ জুন ২০১৫

ফুটপাথ হোক পথচারীর

রাজধানী ঢাকা শহরজুড়ে বড় বড় রাস্তার কিনার ঘেঁষে পথচারীদের যাতায়াতের জন্য রয়েছে ফুটপাথ। এসব ফুটপাথ ধরে পথচারীরা বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। এটিই স্বাভাবিক নিয়ম। বিশেষত নিকট গন্তব্যের মানুষজন ফুটপাথ ধরে হেঁটে চলাচল করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিভিন্ন রোগব্যাধির দাওয়াই হিসেবে অনেকেই সকাল-সন্ধ্যা ভ্রমণ করেন এসব ফুটপাথ ধরে। কিন্তু রাজধানীর ফুটপাথ ধরে হেঁটে চলা এখন খুবই দায়। কারণ এসব ফুটপাথ হকারদের দখলে। বিভিন্ন পসারি নিয়ে হকাররা দোকান খুলে বসেছে এসব ফুটপাথে। ফলে পথচারীর অধিকার ফুটপাথ এখন আর পথচারীর নয়। মাঝে মধ্যে ফুটপাথগুলো মুক্ত হলেও ক’দিন পর আবার যেই সেই অবস্থা। এমতাবস্থায় পথচারীর অধিকার ফুটপাথ পথচারীর করে দিতে হবে। পাশাশাশি ফুটপাথে যেসব মানুষ জীবন-জীবিকার হিসাব কষে সেসব খেটে খাওয়া হকারদের জন্য খুঁজতে হবে বিকল্প ব্যবস্থা, যাতে তারাও তাদের ছোটখাটো ব্যবসা চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করতে পারে। পথচারীদের জন্য ফুটপাথ নিরাপদ ও মুক্ত রাখতে স্থায়ী সমাধান দরকার। ফুটপাথ হোক পথচারীর আর আলাদা ব্যবস্থা করা হোক ফুটপাথের দোকানির- এমনটিই প্রত্যাশা। মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে
×