ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফতুল্লার উইকেট নিয়ে গোলকধাঁধা!

প্রকাশিত: ০৫:০৫, ১০ জুন ২০১৫

ফতুল্লার উইকেট নিয়ে গোলকধাঁধা!

স্পোর্টস রিপোর্টার ॥ কী যে গরম! এই গরমের মধ্যেও আলোচনা একটি বিষয় নিয়েই। সেটি কী? উইকেট। এমন এক উইকেটই বানিয়েছেন কিউরেটন গামিনি ডি সিলভা, যে উইকেট নিয়ে গোলকধাঁধাতেই পড়ে গেছে বাংলাদেশ। এর আগে যে এমন উইকেট কোনদিন দেখেননি অধিনায়ক মুশফিকুর রহীম ও কোচ চন্দিকা হাতুরাসিংহে! কেমন উইকেট? প্রথমে উইকেটে আলাদা ঘাস বিছিয়ে দেয়া হয়েছে। তার ওপর করা হয়েছে রোল। অর্থাৎ আলাদা ঘাস উইকেটে চিপটে আছে। এটি করার পেছনে উইকেট না ভাঙ্গার ইঙ্গিতই বহন করছে। আর এমন উইকেটই বিস্ময় তৈরি করছে। বিস্ময়ের পেছনে কারণও আছে। ঘাস যদি ওপরে যায় দ্রুতই, তাহলে উইকেট ভাঙ্গবে। তখন খেলার ধরনও পরিবর্তন হয়ে যাবে। যে উইকেট দেখা যাচ্ছে, তাতে ব্যাটিং ও স্পিন হবে দুর্দান্ত। অন্তত আজ শুরু হতে যাওয়া টেস্টের প্রথম তিনদিন একই অবস্থা থাকবে। শর্ত একটাই, তিনদিন আগে যেন ঘাস ওপরে না যায়। কিন্তু যদি দেখা গেল, দ্রুতই ঘাস আর না থাকছে। তাহলেই যে দল আগে ব্যাটিং করবে, বিপদ তাদেরই হবে। বিপদ শুধু এটিই নয় যে উইকেট এমন। বিপদ আছে আরও। এমন উইকেট ভাবনায় রেখে একাদশ গঠন করাই কঠিন। যে অবস্থা আছে, সেই হিসেবে ব্যাটসম্যান ও স্পিনারদের প্রাধান্যই বেশি থাকার কথা। কিন্তু যদি তিনদিন পরের হিসেব আমলে নেয়া হয় কিংবা দ্রুতই ঘাস ওপরে পড়ার সম্ভাবনা নিয়ে এগিয়ে চলা হয়, তাহলে পেসারদের আধিক্যই বেশি থাকার কথা। উইকেট এমন এক ধাঁধাতেই ফেলে দিয়েছে, তাতে একাদশ গঠনও কঠিনই হয়ে পড়েছে। হাতুরাসিংহে বলেন, ‘আসলে ফুতুল্লায় যে উইকেট। তা আগে আমি কোন দিন দেখিনি। আমি এই উইকেট নিয়ে কোন ধারণাই করতে পারছি না। আমি বলতে পারছি না এমন উইকেটে ম্যাচের পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যাবে।’ বাংলাদেশ অধিনায়কও উইকেট নিয়ে বললেন, ‘কোচ যেমন বলল আমিও আসলে এমন উইকেট আগে দেখিনি। তবে এই উইকেট ব্যাটিং ও স্পিনের জন্য খুবই ভাল। আশা করি প্রথম তিনদিন এটি থাকবে। তবে চতুর্থ ও পঞ্চমদিন উইকেটের চরিত্র কি হয় তা বুঝা যাবে।’ মুশফিক ও হাতুরাসিংহে যেখানে উইকেট নিয়ে বিস্ময়ের সুরে কথা বলছেন, ভারত টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি কিন্তু উল্টো পথেই হেঁটেছেন। মাঠে এসেই সর্বপ্রথম উইকেট পরখ করেন। তার কাছে কোন বিস্ময় লাগেনি। সহজভাবেই বলে দিলেন, ‘উইকেট ভাল ও শক্ত।’ কোহলির অভিমত ‘আশা করি এমন উইকেটে বড় স্কোরের ম্যাচই হবে।’
×