ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে ৫১০ ফুট গ্যাস লাইনের পাইপ অপসারণ

প্রকাশিত: ০৪:০৬, ১০ জুন ২০১৫

সিদ্ধিরগঞ্জে ৫১০ ফুট গ্যাস লাইনের পাইপ  অপসারণ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৯ জুন ॥ সিদ্ধিরগঞ্জে মঙ্গলবার দিনভর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউিটশন কোম্পানি লিমিটেড। এ সময় মূল লাইন থেকে অবধৈভাবে টানা প্রায় ৫১০ ফুট গ্যাস লাইনের পাইপ অপসারণ ও ২৫০০ ফুট অবৈধ পাইপ লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়। জানা গেছে, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে¡ তিতাস গ্যাসের কর্র্মকর্তারা মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও গোদনাইলের ধনকুন্ডা মধুগড় এলাকাসহ ৫টি এলাকায় এ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক জাফরুল আলম, প্রকৌশলী আব্দুল কবির, হাসান শাহরিয়া, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম, এমএ রহমান মানিক প্রমুখ। উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম জানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জালকুড়ি শিশুকল্যাণ হাসপাতাল রোডে সামনে থেকে অবৈধভাবে টানা গ্যাস লাইনের ৮০ ফুট পাইপ, অন্য একটি জায়গা থেকে অবৈধ ৮০০ ফুটের মধ্যে ২৫০ ফুট ও গোদনাইলের মধুপুর থেকে ৯০০ ফুটের মধ্যে ১৮০ ফুট অবৈধ পাইপ অপসারণ করা হয়। ৫টি স্পটে অভিযান চালিয়ে প্রায় ২৫০০ ফুট অবৈধ গ্যাস লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়। পরে বিকেলে সাড়ে ৫টায় মিজমিজি সাহেব পাড়ার বসুন্ধরা কয়েল ফ্যাক্টরিতে অবৈধভাবে নেয়া গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
×