ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস আজ

প্রকাশিত: ০৬:০৮, ৯ জুন ২০১৫

বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস আজ

‘এ্যাক্রেডিটেশন : স্বাস্থ্য ও সামাজিক সেবায় সহায়তা করে’, এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার পালিত হবে বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড দিবসটি অত্যন্ত আড়ম্বরের সঙ্গে উদ্যাপন করবে। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড এ দিবস উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে। বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ঢাকার মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে সেমিনার আয়োজন করছে। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রাণ গোপাল দত্ত। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভাপতিত্ব করবেন বিএবির চেয়ারম্যান অধ্যাপক আলতাফ হোসেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন একটি টকশো সম্প্রচার করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×