ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আজ থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’

প্রকাশিত: ০৬:০৩, ৯ জুন ২০১৫

শিল্পকলায় আজ থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থিয়েটার আর্ট ইউনিটের জনপ্রিয় প্রযোজনা ‘কোর্ট মার্শাল’ নাটকটি মঞ্চস্থ হবে । নাটকটির মূল রচিয়তা স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এসএম সোলায়মান। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। নতুনভাবে নাটকটি মঞ্চায়নের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন দলের সিনিয়র সদস্য মোহাম্মদ বারী। আজ ‘কোর্ট মার্শাল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ। আজকের মঞ্চায়ন প্রসঙ্গে ‘কোর্ট মার্শাল’ নাটকের সমন্বয়ক মোহাম্মদ বারী বলেন, বেশ কয়েক মাসের বিরতির পর ‘কোর্ট মার্শাল’ নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে। মাঝে দলের অন্য নাটকগুলো মঞ্চায়ন হওয়ায় এই বিরতি। তিনি জানান, থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনা ‘কোর্ট মার্শাল’। নাটকের গল্পের গাথুনি এবং অভিনয়শৈলীর কারণে দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে প্রদর্শনীর পর প্রশংসিত হয়েছে।
×