ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতিহাস বদলাতে চান মার্তা

প্রকাশিত: ০৬:০০, ৯ জুন ২০১৫

ইতিহাস বদলাতে চান মার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার থেকে শুরু হয়েছে সপ্তম ফিফা মহিলা বিশ্বকাপ। হোক না তা প্রমীলা ফুটবল। তার পরও ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। তবু উত্তেজনার মাত্রায় এতটুকু ভাটা পড়েনি। এবারের আসরের স্বাগতিক দেশ কানাডা। আয়োজক দেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন জাপান এবং টুর্নামেন্টের সবচেয়ে সফল দল জার্মান-আমেরিকাও সপ্তম আসরে ফেবারিট হিসেবে খেলতে নামে। এ ছাড়া এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ না পাওয়া ব্রাজিলেরও সম্ভাবনা দেখছেন দেশটির অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা। বিশ্বকাপে আজই নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আর টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না ব্রাজিল। শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিল। ছেলেদের বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ব্রাজিলের প্রমীলারা। ১৯৯১ সালে শুরু ফিফা প্রমীলা বিশ্বকাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এখন পর্যন্ত ব্রাজিলের সেরা ফলাফল বিশ্বকাপে রানার-আপ। ২০০৭ সালে এই মার্তার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যেই রানার্স-আপের ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের। তবে এবার অতীতের ইতিহাসকে বদলাতে চান মার্তা। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মার্তা বলেন, ‘আমি মনে করি ২০১৫ সালেই ব্রাজিল তাদের বিশ্বকাপের ইতিহাস বদলাবে।’ এর পেছনে যুক্তিও তুলে ধরেন ২৯ বছর বয়সী মার্তা। তিনি বলেন, ‘আমাদের দলটা এখন নতুন। আমাদের প্রজন্মটাও নতুন। আশা করি বিশ্বকাপ এবং অলিম্পিকের মতো বড় আসরে তার বহির্প্রকাশ ঘটাতে পারবো। ফুটবলের শক্তিশালী দেশগুলোর বিপক্ষে সেরাটা ঢেলে দেয়ার মতো আমাদের যথেষ্ট ক্ষমতা রয়েছে।’ কানাডায় অনুষ্ঠিত এই আসরেই প্রথমবারের মতো ২৪টি দেশ অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ৫ জুলাই। ক্যামেরুন, কোস্টারিকা, আইভরি কোস্ট, ইকুয়েডোর, হল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড ও থাইল্যান্ড এই আসরে খেলছে প্রথমবারের মতো। তবে সবকিছু ছাপিয়ে এবারের বিশ্বকাপে শিরোপার জন্য ফেবারিট হিসেবে ভাবা হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান আর ব্রাজিলকে। কানাডার ৬টি ভেন্যু থেকে সম্প্রচারিত খেলাগুলো ১০০ কোটিরও বেশি দর্শক দেখবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশ্বকাপে যে কয়েকজন প্রমীলা ফুটবলার পাদপ্রদীপের আলোয় অবস্থান করছে। অসাধারণ পারফর্মেন্স করে মাঠ কাঁপাতে পারেন সেই সেরা ৫ জনের একজন হলেন মার্তা। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পাঁচবার ফিফা বিশ্বসেরা মহিলা ফুটবলার নির্বাচিত হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন। ২০০৪ এবং ২০০৮ সালে এই মার্তার সহযোগিতায় অলিম্পিকে রৌপ্যপদক লাভ করে ব্রাজিল। ২০০৭ সালের মহিলা বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরারও হয়েছিলেন তিনি। অতীতের ব্যর্থতাকে পেছনে ফেলে কানাডায় সাফল্য পেতে মরিয়া মাতা। তাই আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ভাবছে না মাতার ব্রাজিল। ফেবারিট ব্রাজিল ছাড়াও আজ মাঠে নামছে ইংল্যান্ড। তাদের প্রতিপক্ষ ফ্রান্স। যাদের বিপক্ষে দীর্ঘ ৪১ বছর ধরে জয়বঞ্চিত ইংল্যান্ড। এ ছাড়াও দিনের অন্য ম্যাচে মাঠে নামবে কলম্বিয়া-মেক্সিকো। ব্রাজিলিয়ান তারকা মাতা ছাড়াও টুর্নামেন্টের আগে থেকেই আলোচিত প্রমীলা ফুটবলারদের বাকীর হলেন নাইজিরিয়ার মিডফিল্ডার আসিসাত ওশোয়ালা, হল্যান্ডের ফরোয়ার্ড ভিভিয়ান্নে মিয়েদেমা, বর্তমান চ্যাম্পিয়ন জাপানের হোমারে সাওয়া এবং স্বাগতিক দেশ কানাডার মিডফিল্ডার জেসে ফ্লেমিং।
×