ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেইমারের নৈপুণ্য ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ॥ দুঙ্গা

প্রকাশিত: ০৫:৫৯, ৯ জুন ২০১৫

নেইমারের নৈপুণ্য ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ॥ দুঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ ফর্মের তুঙ্গে আছেন নেইমার। ব্রাজিল অধিনায়ক ২০১৩ সালে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনায় যোগ দেয়ার পর ক্রমেই নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। ক্যাটালানদের হয়ে ২০১৪-১৫ মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেছেন। সদ্যই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে গোল করেছেন। এবারের আসরে ১০ গোল করে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। বার্সার হয়ে জিতেছেন ঐতিহাসিক ট্রেবল। নেইমারের দারুণ এই সাফল্য ব্রাজিলের ফুটবলে কাজে লাগবে বলে বিশ্বাস করছেন কোচ কার্লোস দুঙ্গা। অন্যদিকে স্বয়ং নেইমার জানিয়েছেন, তিনি আসন্ন কোপা আমেরিকা জিততে চান। ব্রাাজিলের ক্লাব সান্টোস ছেড়ে ২০১৩-১৪ মৌসুমে বার্সিলোনায় যোগ দেন নেইমার। ওই বছর নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। ৪১ ম্যাচে গোল করেন মাত্র ১৫টি। তবে এবারের মৌসুমের ঠিকই নিজের পালফর্মেন্সের ঝলক দেখিয়েছেন নেইমার। সব মিলিয়ে ৫১ ম্যাচে ৩৯ গোল করেছেন। এই তরুণ বয়সেই জিতে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। সদ্য শেষ হওয়া মৌসুমের লা লিগায় ৩৩ ম্যাচে ২২ গোল, কোপা ডেলরেতে ছয় ম্যাচে ৭ গোল ও চ্যাম্পিয়ন্স লীগে ১২ ম্যাচে ১০ গোল করেছেন ২৩ বছর বয়সী নেইমার। চ্যাম্পিয়ন্স লীগে নেইমারের এই সাফল্য ব্রাজিল ফুটবলে কাজে দেবে বলে মনে করেন দলটির কোচ কার্লোস দুঙ্গা। তিনি বলেন, চ্যাম্পিয়ন্স লীগে নেইমারের সাফল্য ব্রাজিল ফুটবলে উপকারে আসবে। তিনি আরও বলেন, আমার মনে হয় না, নেইমারের এমন সাফল্য শুধু জাতীয় দলের গুরুত্বপূর্ণ। আমার মতে, এটি ব্রাজিল ফুটবলের উন্নতিতে দারুণ কাজে দেবে। চ্যাম্পিয়ন্স লীগে দারুণ খেলেছে নেইমার। ফাইনালে গোলও করেছে। দলকে শিরোপাও এনে দিয়েছে। এটি ব্রাজিল ফুটবলের জন্য ভাল দিক। আমি আগেও বলেছি, ফাইনালে বার্সিলোনাকে দেখতে পেরে দারুণ খুশি। কারণ এমন ফাইনাল নেইমারের অভিজ্ঞতা বাড়াবে ও ভাল খেলতে উৎসাহ দেবে। তাই এটি আমাদের জন্য অনেক বেশি ভাল হয়েছে। বার্সার হয়ে যেমন স্বর্ণসাফল্য পাচ্ছেন তেমনি ব্রাজিলের হয়েও কম সাফল্য পাননি নেইমার। সাফল্যের এই ভা-ার আরও সমৃদ্ধ করতে চান তিনি। জিততে চান আসন্ন কোপা আমেরিকা ফুটবল। ২০১১ সালে কোপা আমেরিকায় প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করতে পারেননি। তার দল ব্রাজিলও বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে।
×