ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাশিয়া-কাতার বিশ্বকাপ বাতিল হতে পারে!

প্রকাশিত: ০৫:৫৮, ৯ জুন ২০১৫

রাশিয়া-কাতার বিশ্বকাপ বাতিল হতে পারে!

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ বাতিল হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাম্প্রতিক জোর অভিযোগ, ঘুষের বিনিময়ে আয়োজক স্বত্ব পেয়েছে দেশ দুটি। বিডিং প্রক্রিয়ায় দুর্নীতি করেই নাকি আয়োজক হয়েছে রাশিয়া ও কাতার। সোমবার ফিফার অডিটিং এবং কমপ্লিয়ান্স কমিটির প্রধান ডোমেনিকো স্কালটা বলেন, ঘুষের বিনিময়ে কাতার ও রাশিয়াকে যদি বিশ্বকাপের আয়োজক স্বত্ব প্রদান করা হয় এবং সেই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে এ ব্যাপারে ফিফা অবশ্যই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ইতোমধ্যেই এই অভিযোগের সঙ্গে ফিফার সাবেক সহ-সভাপতি জ্যাক ওয়ার্নারের জড়িত থাকার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। রাশিয়া ও কাতারের বিশ্বকাপ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তা নিয়ে ফিফার উচ্চ পদস্থ কোন কর্মকর্তার কাছ থেকে এই প্রথম বক্তব্য এলো। সুইস আদালত ইতোমধ্যে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু করেছে। পাশাপাশি আলোচনায় আছে ১৯৯৮ ফ্রান্স ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপও। ফিফার দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা যে তদন্ত শুরু করেছে তাতে উঠে এসেছে প্রায় ২০ বছর আগে থেকেই ফিফার বিভিন্ন অনৈতিক কর্মকা-ে প্রায় ১৪ জন সাবেক ফিফা কর্মকর্তা ও স্পোর্টস মার্কেটিং এক্সিকিউটিভ জড়িত। বিষয়টি ফাঁস হওয়ার পরই চরম সঙ্কটে পড়েছে ফিফা। এ কারণে ফের সভাপতি হওয়ার মাত্র চারদিনের মাথায় পদত্যাগ করেছেন সেপ ব্লাটার। যদিও এসব অভিযোগের মধ্যে ব্লাটারকে এখনও অভিযুক্ত করা হয়নি। তিনি নিজেও এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। এর পরও স্কালটার বক্তব্যের প্রেক্ষিতে জোর গুঞ্জন, অভিযোগ প্রমাণিত হলে বাতিল হতে পারে রাশিয়া ও কাতারের বিশ্বকাপ। সেক্ষেত্রে নতুন আয়োজক দেখতে পারে ফুটবলবিশ্ব। এদিকে কাতার যে কোন মূল্যে আয়োজক স্বত্ব ধরে রাখতে প্রস্তুত বলে জানিয়েছে। ব্লাটার পদত্যাগের ঘোষণা দেয়ার পর পরই ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন চেয়ারম্যান গ্রেগ ডাইক কাতারকে বিশ্বকাপের আয়োজক করার ভোট প্রক্রিয়া বিতর্কিত হয়েছিল বলে দাবি করেন। ডাইক এই মন্তব্য করার পর পরই মুখ খোলেন কাতার ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ হামাদ বিন খালিফি বিন আহমেদ আল-থানি।
×