ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ড্রোন বন্ধ করবে পরীক্ষার অসদুপায়!

প্রকাশিত: ০৫:৪৬, ৯ জুন ২০১৫

ড্রোন বন্ধ করবে পরীক্ষার অসদুপায়!

দিনকে দিন ড্রোনের ব্যবহার বেড়েই চলছে। এর ব্যবহারে সৃষ্টি হয়েছে বহুমাত্রিকতা। একটা সময় ড্রোন দিয়ে বিমান হামলা চালানো হলেও এখন ড্রোন দিয়ে পণ্য আনা নেয়া করা হয়। বিশেষ করে খাবার-দাবার। বিশ্বের অনেক দেশেই পিৎজা ডেলিভারি দেয়ার ড্রোন ব্যবহার করা হয়। কিন্তু পরীক্ষায় অসদুপায় বন্ধে ড্রোন ব্যবহার, সত্যিই অভিনব। এমন অভিনব কাজ করার সিদ্ধান্তই নিয়েছে চীনা কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার অসদুপায় বন্ধে ড্রোন ব্যবহার করা হবে। হেনান প্রদেশের লুয়োয়াং শহরের দু’টি কেন্দ্রে এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ছয় প্রপেলারের ড্রোন ব্যবহার করা হয়েছে। অসদুপায় অবলম্বন করা যায় এমন কোন ডিভাইস পরীক্ষা চলাকালে ভর্তিচ্ছুদের কাছে থাকলে, তার সংকেত ধরা পড়বে এসব ড্রোনে। চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হাইস্কুল গ্র্যাজুয়েট সকল শিক্ষার্থীকেই ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এ পরীক্ষায় ভর্তিচ্ছুদের অনেকেই অসদুপায় অবলম্বন করে থাকে বলে প্রচলিত আছে। এ বদনাম ঘুচানোর জন্যই চীনা কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। ড্রোন দিয়ে যদি সত্যি অসদুপায় বন্ধ করা যায় তাহলে তা বিশ্বের অন্যান্য দেশে যেখানে অসদুপায় বেশি, সেসব জায়গায় এর ব্যবহার বৃদ্ধি পাবে। সূূত্র- ইন্টারনেট
×