ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা-যশোর অঞ্চলের পাটকলে শ্রমিক ধর্মঘট

প্রকাশিত: ০৪:৩৫, ৯ জুন ২০১৫

খুলনা-যশোর অঞ্চলের পাটকলে শ্রমিক ধর্মঘট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাট খাতে প্রয়োজনী অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধ এবং ২০ ভাগ মহার্ঘ্যভাতা প্রদানসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের ৭ রাষ্ট্রায়ত্ত পাটকলে সোমবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টাব্যাপী শ্রমিক ধর্মঘট পালিত হয়েছে। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে চলমান আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। শ্রমিক নেতারা জানান, ৫ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাট কলের শ্রমিকরা অনেকদিন ধরে আন্দোলন করছে। দাবি পূরণ না হওয়ায় ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচী অনুযায়ী শ্রমিকরা সোমবার সকালের পালা থেকে কাজ বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। ধর্মঘটের ফলে খুলনার খালিশপুরের অবস্থিত রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট ও প্লাটিনাম, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম ও ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকায় অবস্থিত যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) ও কার্পেটিং জুট মিলে উৎপাদন হয়নি। শ্রমিকরা ধর্মঘটের সমর্থনে সকালে স্ব স্ব মিলের মিছিল ও মিল গেটে সমাবেশ করেছেন। ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন মিলের সিবিএ সভাপতি মোঃ দ্বীন ইসলাম। বক্তব্য রাখেন রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ খুলনা-যশোর অঞ্চলের আহ্বায়ক সোহরাব হোসেন, পাটকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ শাহআলম প্রমুখ।
×