ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ॥ পুলিশসহ আহত ১৫

প্রকাশিত: ০৪:৩৪, ৯ জুন ২০১৫

ফতুল্লায় ঝুট নিয়ে  সংঘর্ষ ॥ পুলিশসহ  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৮ জুন ॥ নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টের ঝুট নামানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সন্ত্রাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতরা নারায়ণগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ সেখান থেকে ১১ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- গাফফার, খলিল, ফরমা রমু, ফয়েজ, রুবেল, আবুল কালাম আজাদ, মোক্তার, মনির, রাসেল, মমিন ও পিচ্চি মিজান। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ২টায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, মাসদাইর এলাকায় অবস্থিত ডেফডিল গার্মেন্টের ঝুট নামানোকে কেন্দ্র করে মতি প্রধান গ্রুপের সংঙ্গে দীর্ঘদিন ধরে পিচ্চি মিজান ও গাফফার গ্রুপের বিরোধ চলছিল। সোমবার বেলা ২টায় এ নিয়ে গার্মেন্টের সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও গুলিবর্ষণ শুরু হয়। এ সময় দফায় দফায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা সংঘর্ষ চলার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশের ওপরও চড়াও হয়। এ সময় পুলিশের এসআই ইকবাল ও এএসআই সাইফুল মালেককে আঘাত করা হয়। তখন এএসআই সাইফুল মালেক সন্ত্রাসী গাফফারকে আটক করে গাড়িতে উঠানোর সময় আবারও সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।
×