ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জের সড়কে তীব্র যানজট ॥ ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৪:৩২, ৯ জুন ২০১৫

রূপগঞ্জের সড়কে  তীব্র যানজট ॥  ভোগান্তি চরমে

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ জুন ॥ রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। একদিকে প্রচ- দাবদাহ অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীসাধারণ চরম ভোগান্তিতে পড়েন। যানজটের কবলে পড়ে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। অসুস্থদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। যানবাহন চালক ও যাত্রীদের অভিযোগ রয়েছে, পুলিশ বক্সে বসে ট্রাফিক পুলিশের খোশগল্প ও চাঁদাবাজির কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিবহন শ্রমিক ও যাত্রীসাধারণ জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গোলচত্বর এলাকা ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল চৌরাস্তা এলাকা থেকে যানজটের সৃষ্টি হয়। এতে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল থেকে বস্তল, জিন্দা এলাকা পর্যন্ত যানজট লেগে যায়। অপর দিকে, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে বান্টি ও বরপা পর্যন্ত উভয় সড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশ ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে কাগজ দেখার নাম করে চাঁদা আদায় করার কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে পরিবহন শ্রমিক ও যানবাহন চালকরা।
×