ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১০ দিনে গ্রেফতার সাত শ’

প্রকাশিত: ০৪:২৮, ৯ জুন ২০১৫

চট্টগ্রামে ১০ দিনে গ্রেফতার  সাত শ’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের উপজেলা এলাকাগুলো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিনিয়ত খুন খারাবিসহ অপহরণের মাধ্যমে মুক্তিপণ দাবির ঘটনা ঘটছে। এছাড়াও শহরের বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতরাও আশ্রয় নিচ্ছে উপজেলার বিভিন্ন এলাকায়। গত দশ দিনে প্রায় ৭শ’ আসামিকে গ্রেফতারের মধ্য দিয়ে জেলা পুলিশ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ ধরনের গ্রেফতার অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তারা দাবি করছেন। অথচ অপরাধ বন্ধে ব্যর্থ পুলিশ আটক বা গ্রেফতার অভিযানের মধ্য দিয়ে বাহবা নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ উপজেলায় ১৬টি থানা রয়েছে। বিশেষ করে ফটিকছড়ি, ভুঁজপুর, সাতকানিয়া, বাঁশখালি, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালি এলাকায় সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। সে অনুযায়ী নিয়মিত মামলাও রুজু হচ্ছে থানাগুলোতে। অপরাধীদের তীব্রতায় অনেকটা হিমশিম অবস্থানে রয়েছে পুলিশ। একটি হত্যা মামলার সুরতহাল রিপোর্ট দেয়ার আগে চুরি বা ডাকাতি এবং ভূমিদস্যুতার মামলাও হচ্ছে থানায়। ফলে অপরাধীর সংখ্যা নিয়ে জেলা পুলিশ নিজেরাও অবহিত নয়। তবে গত ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ৬৯২ জনকে গ্রেফতার করা হয়েছে নিয়মিত মামলা ও সাজাপ্রাপ্ত পরোয়ানা মূলে।
×