ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিল-জার্মানি শেষ ষোলোয়

প্রকাশিত: ০৬:২৭, ৮ জুন ২০১৫

ব্রাজিল-জার্মানি শেষ ষোলোয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফেবারিট হিসেবেই অনুর্ধ ২০ বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল ব্রাজিল আর জার্মানি। এখন পর্যন্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবই জয় পেয়েছে এই দুই দল। ‘ই’ গ্রুপের তিন ম্যাচের তিনটিতেই জিতে সহজেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। সেলেসাওদের পয়েন্ট সর্বোচ্চ ৯। ব্রাজিলের সঙ্গে পরবর্তী পর্বের টিকেট পেয়েছে নাইজিরিয়াও। ৩ ম্যাচে ২ জয় আর ১ হারের ফলে ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠে আফ্রিকার দেশটি। এই গ্রুপ থেকে হাঙ্গেরিও শেষ ষোলোর টিকেট কেটেছে। ‘এফ’ গ্রুপ থেকে জার্মানি তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে। ইউরোপ সেরার মুকুট এখন জার্মানির মাথায়। তাই এই টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই যাত্রা শুরু করে লাম-শোয়াইনস্টাইগারের উত্তরসূরিরা। এই গ্রুপ থেকে মাত্র ১ ম্যাচ জিতেও পরের রাউন্ডে উঠেছে উজবেকিস্তান। এর কারণ ফিজির বিপক্ষে তাদের জয়টি ছিল ৩-০ গোলের বড় ব্যবধানের। যা পরের রাউন্ডে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাজিল-জার্মানির মতো অনুর্ধ ২০ বিশ্বকাপে দুর্দান্ত খেলছে পর্তুগালও। তারাও টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের তিনটিতে জিতেছে। আর ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠে পেপ-রোনাল্ডোর উত্তরসূরিরা। ‘সি’ গ্রুপ থেকে পর্তুগাল ছাড়াও পরের পর্বে জায়গা করে নিয়েছেন কলম্বিয়া এবং সেনেগাল। দুর্ভাগ্য কাতারের। যারা তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি। এর ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে কাতার। এবারের বিশ্বকাপটা বাজে কেটেছে আর্জেন্টিনারও। তিন ম্যাচের দুটিতে ড্র আর একটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দিয়েগোর ম্যারাডোনার দেশ। গ্রুপ ‘বি’ থেকে দুর্দান্ত খেলে শেষ ষোলোর টিকেট কেটেছে ঘানা এবং অস্ট্রিয়া। ঘানা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে এবং একটি ড্র করেছে।
×