ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাভির রাজসিক বিদায়

প্রকাশিত: ০৬:২৬, ৮ জুন ২০১৫

জাভির রাজসিক বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ অনন্য ইতিহাস গড়ে প্রিয় ক্লাব বার্সিলোনাকে বিদায় জানিয়েছেন জাভি হার্নান্দেজ। তারকা এই মিডফিল্ডার শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতে রাজসিক বিদায় নিয়েছেন। বিদায় বেলায় তার সঙ্গী হয়েছে অনন্য রেকর্ড। বীরের মতোই প্রিয় ক্লাবকে বিদায় জানাতে পেরেছেন জাভি। ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার জুভেন্টাসের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে ৭৮ মিনিটে পরিবর্তিত ফুটবলার হিসেবে মাঠে নামেন। এ সময় নিয়মিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়ে দেন জাভির হাতে। শেষটা তাই নায়কোচিতই হয়েছে তার। এই ম্যাচের অনেক আগেই বার্সাকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন তিনি। ১১ বছর বয়সে বার্সার যুব দলে নাম লেখানো জাভি মূল দলের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। এবারের চ্যাম্পিয়ন্স লীগসহ রেকর্ড ২৫ শিরোপা জিতেছেন কাতালানদের হয়ে। মে মাসে জাভি ঘোষণা দেন বার্সিলোনার ছাড়ার। নাম লেখান কাতারের ক্লাব আল সাদে। বার্সিলোনার হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নেমে মর্যাদার রেকর্ড গড়েন তিনি। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বেশি ম্যাচ (১৫১) খেলা খেলোয়াড় এখন জাভি। এই রেকর্ডের কারণে নয়, জাভি খুশি বার্সিলোনা ক্যারিয়ারের শেষ ম্যাচেও ট্রফি জিততে পেরে। বিদায় বেলায় জাভি বলেন, এমনকি আমার সম্ভাব্য সেরা স্বপ্নেও আমি এত খুশি হতে পারতাম না। কোন ভাষা নেই, আমি এর চেয়ে বেশি চাইতে পারতাম না। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারকে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের দর্শকরা হাততালিতে মাঠে স্বাগত জানায়। এরপর ম্যাচ শেষে জাভির হাতেই তুলে দেয়া হয় চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। ৪৪ বছরের খরা কাটিয়ে ২০০৮ সালে স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা রাখেন জাভি। আর ২০১০ সালের বিশ্বকাপও জেতেন তিনি।
×