ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আক্রমণাত্মক খেলার পরামর্শ রামদিনের

প্রকাশিত: ০৬:২৫, ৮ জুন ২০১৫

আক্রমণাত্মক খেলার পরামর্শ রামদিনের

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তিনদিনেই হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। আর এই পরাজয় থেকে শিক্ষা নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ক্যারিবিয়ানরা। আগামী সপ্তাহে জ্যামাইকার কিংস্টনে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই খেলতে নামবে তারা। এই আগেই সতীর্থদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার পরামর্শ দিলেন উইন্ডিজের টেস্ট অধিনায়ক দিনেশ রামদিন। এ বিষয়ে তিনি বলেন, ‘তারা (অস্ট্রেলিয়া) দল হিসেবে অনেক ভাল। দারুণ ঐক্যবদ্ধ একটি দল। তাই তাদের বিপক্ষে আমাদের আরও আক্রমণাত্মক খেলতে হবে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে এসেছিল ইংল্যান্ড। সেই টুর্নামেন্টে ফেবারিট ছিল সফরকারীরাই। কিন্তু দারুণ খেলে সমতায় শেষ করে টেস্ট সিরিজ। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দিনেশ রামদিনের দল। তবে প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে ভাল করার বিষয়ে আশাবাদী রামদিন। এর পেছনে যুক্তিও দেখান তিনি। এ বিষয়ে রামদিন বলেন, ‘আমাদের সেরাটা খেলতে হবে। সেই পিচটা খুবই কঠিন। যে কারণে ভাল করাটা কঠিন বিষয়।’ আগামী মাসেই এ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এ্যাশেজের প্রস্তুতি হিসেবে চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরকেই বেছে নিয়েছে তারা। ডোমিনিকা টেস্ট জিতে প্রস্তুতিটাও দারুণভাবেই করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। আক্রমণাত্মক ক্রিকেট খেলে তিনদিনেই ক্যারিবীয়দের ধরাশায়ী করে মাইকেল ক্লার্কের দল। এ্যাশেজকে সামনে রেখে এই আক্রমণাত্মক ধারাটা সিরিজের দ্বিতীয় টেস্টেও বহাল রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ক্লার্ক। এ বিষয়ে তিনি বলেন, ‘ডোমিনিকার মতো দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক ক্রিকেট খেলব আমরা। প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য। দ্বিতীয় ইনিংসে অল্প কিছু সময়ে ওয়ার্নার ও মার্শ যেভাবে খেলেছে সেটা পরের টেস্টেও করে দেখাতে চাই। আমার মনে হয় দ্বিতীয় টেস্টে আরও ভাল ক্রিকেট খেলতে পারব আমরা।’
×