ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ভারত সিরিজ, কোহলিরা আসছেন আজ

প্রকাশিত: ০৫:৪৫, ৮ জুন ২০১৫

বাংলাদেশ-ভারত সিরিজ, কোহলিরা আসছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছার কথা ভারতের টেস্ট দলের ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছে। ঢাকায় পৌঁছে ভারতীয় ক্রিকেট দল বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবে হোটেল সোনারগাঁওয়ে। দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের মাঠে অনুশীলন করবেন বিরাট কোহলিরা। আগামী ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে। এরপর ১৮, ২১ ও ২৪ জুন তিন ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিন ম্যাচই হবে দিবারাত্রিতে। ভারতীয় দলের অবশ্য ঢাকায় আসার কথা ছিল ৭ জুন। একদিন পিছিয়েছে তাদের বাংলাদেশের আসার দিনক্ষণ। আজ আসছেন অধিনায়ক বিরাট কোহলি, মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন এ্যারুন ও ইশান্ত শর্মা। এ টেস্টকে সামনে রেখে কলকাতার ইডেন গার্ডেনে অনুশীলন করেছে ভারতের ক্রিকেটাররা। আজ বাংলাদেশে আসার আগে রবিবার কলকাতায় সিরিজ নিয়ে কথাও বলেছেন টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি মনে করেন, অনেক অভিজ্ঞতা অর্জন করেছে তার দল; এখন তাদের উচিত জয়ে ফেরা। বাংলাদেশ সফরে একমাত্র টেস্টেই এই চাওয়া পূরণ করতে চান তিনি। কোহলি টেস্ট নিয়ে বলেছেন, ‘আমরা অনেক শিখেছি, কিন্তু আমি মনে করি না, সবসময় শিখব। এই মানসিকতা নিয়ে আমাদের খেলা উচিত। আমি মনে করি (ভাবার) এটাই সময়। আমরা অনেক টেস্ট খেলেছি। আমাদের দক্ষতা মেলে ধরা শুরু করা এবং নিজেদের মতো করে ফল পাওয়া উচিত। টেস্ট জয়ের প্রতি দৃষ্টি দেয়া উচিত।’ গত বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট জয়ের স্বাদ পায় ভারত। লর্ডসের ওই টেস্টের পর খেলা সাত ম্যাচে জয় পায়নি তারা। লম্বা সময় টেস্টে জয় না পাওয়ার কারণে কোহলির দীর্ঘমেয়াদী ক্রিকেটে জয়ের চাওয়াটা বেশি। টিভিতে ম্যাচ দেখেও শেখা যায় উল্লেখ করে তাই ভারত অধিনায়ক জানান, ‘শুধু শেখার মানসিকতা নিয়ে প্রতিটি ম্যাচ খেলতে নামার দিন ফুরিয়েছে। বাংলাদেশ সফরে তা করবেন না ক্রিকেটাররা।’ আগামী মৌসুমে নিজেদের মাঠে একের পর এক সিরিজ খেলবে ভারত। এই সিরিজগুলোর জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করে নিতে তামিম-সাকিবদের বিপক্ষে ফতুল্লা টেস্টে সাফল্য আশা করছেন কোহলি। বলেছেন, ‘যেটা অর্জন করতে চাই, তার জন্য আমাদের পরিকল্পনা, উচ্চাশা এবং লক্ষ্য আছে। কিন্তু সেখানে আমরা ধাপে ধাপে যাব। আমরা ছোট্ট একটা ধাপ এগিয়েছি। প্রস্তুত হচ্ছি। এরপর বাংলাদেশে আমাদের টেস্ট আছে এবং এরপর নিজেদের মাঠে আমাদের জন্য লম্বা একটা মৌসুম আছে।’
×