ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় প্রেসক্লাবের হিসাবরক্ষক অফিসে চুরির চেষ্টা

প্রকাশিত: ০৫:৩৫, ৮ জুন ২০১৫

জাতীয় প্রেসক্লাবের হিসাবরক্ষক অফিসে চুরির  চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ এবার জাতীয় প্রেসক্লাবের হিসাবরক্ষক অফিসে চুরির অপচেষ্টা চালানো হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেসক্লাবের দারোয়ান আব্দুল মালেক খোকনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। সিআইডির সিনিয়র অফিসার (ক্রাইম) আওরঙ্গজেব অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। প্রেসক্লাবের হিসাবরক্ষক মোঃ সেলিম জানান, ভোরে তাকে ফোন করে ঘটনাটি জানায় দারোয়ান খোকন। খোকনের শৌচাগারে যাওয়ার ফাঁকে ঘটনাটি ঘটেছে বলে তার দাবি। এতে হিসাবরক্ষণ অফিসের দরজার তালা ও ভেতরে একটি আলমারির তালা ভাঙ্গা পাওয়া যায়। তবে এ ঘটনায় হিসাবরক্ষণ অফিসের মালামাল কিছুই চুরি যায়নি। জাতীয় প্রেসক্লাবের নয়া কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান দুপুরে সাংবাদিকদের জানান, প্রেসক্লাবের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন। কাগজপত্র অথবা হাউজির টাকা চুরির জন্য এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন প্রেসক্লাবের নয়া কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। এদিকে এ ধরনের অপরাধসহ নাশকতারও আশঙ্কা করছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
×