ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বছরে পাঁচ হাজার শিশু ক্লাবফুট সমস্যা নিয়ে জন্মায়

প্রকাশিত: ০৫:৩৪, ৮ জুন ২০১৫

বছরে পাঁচ হাজার  শিশু ক্লাবফুট  সমস্যা নিয়ে  জন্মায়

স্টাফ রিপোর্টার ॥ দেশে প্রতিবছর পাঁচ হাজার শিশু ক্লাবফুট সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। ক্লাবফুট হলো একটি জন্মগত ত্রুটি, যার ফলে শিশুর পায়ের পাতা ভেতরের দিকে এবং নীচের দিকে বাঁকা হয়ে থাকে। এটি যে কোন পায়ে বা উভয় পায়েই হতে পারে। চিকিৎসা না করার কারণে পঙ্গুত্ব বা অক্ষমতা হতে পারে যা ভবিষ্যত শিক্ষা ও সামাজিক উন্নয়ন এবং উপার্জনের ক্ষেত্রে হুমকিস্বরূপ। ফলে সমাজে অস্বাস্থ্য এবং দারিদ্রতার হার বৃদ্ধি পায়। ক্লাবফুট চিকিৎসার প্রয়োজনীয়তা অপরিসীম। ক্লাবফুট নিয়ে শিশু জন্মানোর কারণ এখনও জানা যায়নি। রবিবার বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ‘সাসটেইনেবল ক্লাবফুট কেয়ার ইন বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এর আগে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নিটোর থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার নিটোরে এসে শেষ হয়। নিটোরের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল কাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নিটোরের সাবেক পরিচালক ও সদ্যবিদায়ী বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল আউয়াল রিজভি, অর্থোপেডিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
×