ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্কিন কারাগার থেকে সাজাপ্রাপ্ত দুই খুনের আসামির পলায়ন

প্রকাশিত: ০৫:৩২, ৮ জুন ২০১৫

মার্কিন কারাগার থেকে সাজাপ্রাপ্ত  দুই খুনের আসামির পলায়ন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সর্বোচ্চ সুরক্ষিত একটি কারাগারের দেয়াল কেটে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি পালিয়ে গেছে। এ ঘটনার পরপরই তাদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে। শনিবার ম্যানহ্যাটনের এক মেজর একথা জানান। খবর এএফপির। নিউইয়র্ক পুলিশ এক সতর্ক বার্তায় জানায়, রিচার্ড ম্যাট ও ডেভিড সুয়েট ডানেমোরার ক্লিনটন সংশোধন কেন্দ্র থেকে পালিয়ে গেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর গবর্নর এ্যান্ড্রু কুমো টুইটারে জানান, এ কারাগার পরিদর্শনে যাওয়ার কারণে তিনি বেলমন্ট স্টেকসে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে যাওয়ার পূর্ব নির্ধারিত কর্মসূচী বাতিল করেছেন। সেখানে ব্রিফিংকালে তিনি বলেন, ‘এরা দু’জনই বিপজ্জনক ব্যক্তি। এদের একজনের বিরুদ্ধে শেরিফকে হত্যার অভিযোগ রয়েছে। সুতরাং তারা দু’জনই বিপজ্জনক।’ এদিকে তাদের গ্রেফতারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই শতাধিক কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছে। তাদের গ্রেফতারে এসব কর্মকর্তাদের কে-৯ ইউনিট, সোয়াত ও হেলিকপ্টার দিয়ে বিভিন্ন ধরনের কৌশলগত সমর্থন ও সহায়তা করা হচ্ছে। যে পথ দিয়ে তারা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে কুমো টুইটারে সে পথের ছবি দিয়েছেন।
×