ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রামমন্দির না বানালে মোদিকে চলে যেতে হবে ॥ ভিএইচপির হুঁশিয়ারি

প্রকাশিত: ০৫:৩১, ৮ জুন ২০১৫

রামমন্দির না বানালে মোদিকে চলে যেতে  হবে ॥ ভিএইচপির  হুঁশিয়ারি

বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রধান ইস্যুগুলোর পক্ষে প্রচার চালিয়ে নরেন্দ্র মোদীর সরকার ব্যাপক জনসমর্থন পায়নি, বিজেপি নেতা অমিত শাহ এমন কথা বললেও তা নাকচ করেছে সংঘ পরিবারভুক্ত ভিএইচপি। যে বিশাল জনসমর্থন নিয়ে মোদি সরকার ক্ষমতায় এসেছে তা শুধু উন্নয়নের প্রচার চালিয়ে হয়নি, এর সঙ্গে অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রচারণাসহ ভিএইচপির মূল ইস্যুগুলোও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেছে সংগঠনটি। শনিবার বার্তা সংস্থা আইএএনএসের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ভিএইচপির মুখপাত্র ও সম্পাদক সুরেন্দ্র জৈন। খবর ওয়েবসাইটের। ভিএইচপির মূল ইস্যুগুলো বাস্তবায়ন না করলে পূর্ববর্তী বাজপেয়ীর সরকারের (এনডিএ সরকার) মতো মোদি সরকারকেও এর ‘ফলাফলের মুখোমুখি হওয়ার’ জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি। তিনি বলেছেন, ‘গত সাধারণ নির্বাচনে বিজেপি যে জনসমর্থন পেয়েছে তা শুধু উন্নয়নের জন্য নয়। জনগণ আশা করে তারা মূল ইস্যুগুলোও বাস্তবায়ন করবে।’ ‘জ্যেষ্ঠ বিজেপি নেতাদের কিছু মন্তব্য সত্ত্বেও আমাদের আশা এখনও আছে। আমরা আশা করছি অযোধ্যায় রামমন্দির নির্মাণ করে এই সরকার তার প্রতিশ্রুতি পূরণ করবে।’ গত মাসে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ বলেছেন, ওই ‘মূল ইস্যুগুলো’ বাস্তবায়নের জন্য লোকসভায় বিজেপির ৩৭০টি আসন দরকার হবে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, উন্নয়নে জোর দেয়ায় আপাতত সরকারের সর্বাধিক বিবেচ্য বিষয়গুলোর মধ্যে ‘মূল ইস্যুগুলো’ নেই। রামমন্দির তৈরি করার বিষয়টি বিজেপির নির্বাচনী মেনিফেস্টোতে ছিল বলে দাবি করে জৈন প্রশ্ন করেছেন, ‘এই ইস্যুটিকে তারা পাশ কাটিয়ে যাবে কী ভাবে?’ জৈন বলেছেন, পূর্ববর্তী বাজপেয়ীর এনডিএ সরকারও এই ইস্যুগুলো বাস্তবায়ন করেনি, তাই ভোটাররা তাদের ‘দরজা’ দেখিয়ে দিয়েছে। ‘অতীতের ভুল থেকে বিজেপি নেতাদের শিক্ষা নেয়া উচিত,’ বলেছেন তিনি।
×