ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরচিত্রের আবৃত্তি উৎসব

প্রকাশিত: ০৪:৫২, ৮ জুন ২০১৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরচিত্রের আবৃত্তি উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ সংস্কৃতি চর্চায় স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আবৃত্তি এখন উজ্জ্বলতম স্বতন্ত্র এক শিল্পমাধ্যম। স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র এই শিল্পমাধ্যমে নিরলস কাজ করছে। আবৃত্তি শিল্পের বিকাশে নিয়মিত কাজের অংশ হিসেবে স্বরচিত্রের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবৃত্তি উৎসবের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে উন্মুক্ত আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১০ জুন বিকেল সাড়ে ৪টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পাঁচদিনের এই আয়োজন চলবে ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা অবধি থাকবে বরেণ্য আবৃত্তিশিল্পীদের পরিবেশনা। জানা গেছে, মোট ছয়টি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীকে যে কোন কবির একটি কবিতা বা ছড়া মুখস্ত আবৃত্তি করতে হবে। আগামী ৯ জুনের মধ্যে স্বরচিত্রের নির্ধারিত নিবন্ধন পত্রে আবেদন করতে হবে। একাদশ, দ্বাদশ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীকে ১০০ টাকা প্রদান সাপেক্ষে আবেদন করতে হবে। প্রতিযোগীদের সবাইকে সনদপত্র এবং প্রথম দশজনকে পুরস্কৃত করা হবে।
×