ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকাইয়া ভাষার নাটকে মৌসুমী হামিদ

প্রকাশিত: ০৪:৫১, ৮ জুন ২০১৫

ঢাকাইয়া ভাষার নাটকে মৌসুমী হামিদ

স্টাফ রিপোর্টার ॥ এবার ঢাকাইয়া ভাষায় নাটকের সংলাপ বলবেন লাক্স তারকাভিনেত্রী মৌসুমী হামিদ। আসছে ঈদ উপলক্ষে নির্মিত ‘লাভ ক্ষতি সমান সমান’ নাটকে তাকে ঢাকাইয়া ভাষায় কথা বলতে দেখা যাবে। নাটকটি রচনা করেছেন ফাহমিদ আবির ও নির্দেশনা দিয়েছেন জামাল মল্লিক। এরই মধ্যে রাজধানীর পুরনো ঢাকার বিভিন্ন মহল্লায় নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে মৌসুমী হামিদ লিজা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, পুরনো ঢাকায় আমার এক বন্ধু আছে জিসান, তার কাছেই মূলত ঢাকাইয়া ভাষা আমি শিখেছি। জিসানকে অনেক অনেক ধন্যবাদ কারণ তার সহযোগিতা ছাড়া নাটকে ঢাকাইয়া ভাষায় সঠিকভাবে কথা বলা আমার পেক্ষ সম্ভব হতো না। আশাকরি নাটকটি দর্শকের ভাল লাগবে। মৌসুমী হামিদ জানান, নাটকে তার বিপরীতে আছেন সজল। আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে। মৌসুমী হামিদ অভিনীত সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ চলচ্চিত্র মুক্তি পাবে ৭ আগস্ট এবং ১৪ আগস্ট মুক্তি পাবে অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ চলচ্চিত্র।
×