ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৪:৪৯, ৮ জুন ২০১৫

সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল  শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ টেলিভিশন ও ক্রিকেট সেলিব্রেটিদের নিয়ে দেশে প্রথমবারের মতো ক্রিকেট ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। রাজধানীর এক হোটেলে শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ব্রেভার সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল পাওয়ার বাই বাংলালিংক’ আয়োজনের ঘোষণা দেয়া হয়। আসছে ঈদ-উল-ফিতরের ছুটিতে এই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল জিটিভি তে সম্প্রচার হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে এই খেলা। প্রতিদিন ৯ ঘণ্টা করে খেলার সময় নির্ধারণ করা হয়েছে। ছয় পর্বের এই ক্রিকেট ফেস্টিভ্যাল সম্প্রচার শুরু হবে ঈদের দিন, চলবে ছয় দিন। ঈদের সময়ে বাংলাদেশের মানুষকে অনাবিল আনন্দ দিতে এই আয়োজন। সে আলোকেই সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যাল আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। টেলিভিশন এবং ক্রিকেট সেলিব্রেটিদের নিয়ে ছয়টি সেলিব্রেটি দল গড়া হবে। এসব দল ক্রিকেট টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশ নেবে, যা সম্প্রচার করবে গাজী টিভি। প্রত্যেক দলে আটজন করে নিয়মিত খেলোয়াড় এবং চারজন বিকল্প খেলোয়াড় থাকবেন। নিয়মিত আটজন খেলোয়াড়ের মধ্যে থাকবে টেলিভিশন সেলিব্রেটি সাতজন এবং জাতীয় ক্রিকেট দলের বর্তমান অথবা সাবেক খেলোয়াড়ের মধ্যে একজন। আবার পুরুষ ও নারী উভয় খেলোয়াড়ই থাকবেন প্রতিযোগী দলগুলোতে। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে ছয়টি দল মোট ১৫টি লীগ ম্যাচ খেলবে যার মধ্যে থেকে ২টি সেমিফাইনাল ও ১টি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পোর্ডিয়ামের সিএফও সালমা আদিল, প্রাণের চিফ মার্কেটিং অফিসার জি. এম কামরুল হাসান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় রফিকুল হাসান প্রমুখ। সালমা আদিল বলেন, বাংলাদেশে এখন আমরা সবাই ক্রিকেট অনুরাগী, সবাই খেলাটি দেখতে ভালবাসি। সেজন্য তারকা ও ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এ ফেস্টিভ্যালের আয়োজন করছি। কামরুল হাসান বলেন, প্রাণ থেকে আমরা সবসময় যেকোন খেলার ব্যাপারে উৎসাহী। আমরা চাই ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে সেলিব্রেটি ক্রিকেট ফেস্টিভ্যালের মাধ্যমে।
×