ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে মারুতি সুজুকি ‘এস ক্রস’

প্রকাশিত: ০৪:৪৩, ৮ জুন ২০১৫

বাজারে আসছে মারুতি সুজুকি ‘এস ক্রস’

অবশেষে বাজারে আসছে বহুল প্রতীক্ষিত মারুতি সুজুকি ‘এস ক্রস’। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে ভারতে গাড়িটি চালু করা হবে। আইবিএন লাইভের এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য আইফা এ্যাওয়ার্ডে ‘এস ক্রসের’ উৎপাদন ভার্সন আত্মপ্রকাশের পর ভারতের মারুতি শো-রুমে এটি প্রদর্শন করা হবে। কোম্পানিটি জানিয়েছে, ক্রেতাদের কাছ থেকে ভাল সাড়া পেলে ‘এস ক্রস’ এর সংখ্যা ভারতীয় বাজারে ব্যাপকহারে বৃদ্ধি করা হতে পারে। ৪ হাজার ৩০০ এমএম দীর্ঘ, ১ হাজার ৭৬৫ এমএম প্রস্থ এবং ১ হাজার ৬৮০ এমএম উচ্চতার গাড়িটির ঘূর্ণন ব্যাসার্ধ ৫ দশমিক ২ এম। মারুতি সুজুকি জানিয়েছে, এস ক্রস ৪৩০ লিটার ওজনের ল্যাগেজ বহন করতে পারবে। এছাড়া পিছনের সিটের নিচেও থাকবে ১ হাজার ২৬৯ লিটার ওজনের পণ্যের ধারণক্ষমতা। -অর্থনৈতিক রিপোর্টার
×