ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে উত্থান

প্রকাশিত: ০৪:৪৩, ৮ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে উত্থান

চাকরি বাজারে দৃঢ় সংকল্পে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত মে মাসে দেশটিতে নতুন চাকরি পেয়েছে আরও ২ লাখ ৮০ হাজার মানুষ, যা বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে বেশি। এর আগের মাস এপ্রিলে এই সংখ্যা ২ লাখ ২১ হাজার কর্মসংস্থান হয়েছে। আর মার্চে ছিল ১ লাখ ২৬ হাজার। এর মাধ্যমে আগের মাসের তুলনায় মে মাসে যুক্তরাষ্ট্রের গড় আয় দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ঘণ্টায় ১৪ দশমিক ৯৬ মার্কিন ডলার। আশা করা হচ্ছে, চাকরি বাজারে সুবাতাস দ্বিতীয় প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। গত প্রান্তিকে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধি কমে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে সম্প্রতি বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে। বিবিসি জানায়, চাকরি বাজারে এই সফলতা যুক্তরাষ্ট্রের ‘উত্থান’ হিসেবে দেখছেন অর্থ বিশ্লেষকরা।-অর্থনৈতিক রিপোর্টার
×