ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাস্তবায়ন না হলে বাজেট দিয়ে উন্নয়ন সম্ভব নয়

প্রকাশিত: ০৪:৪০, ৮ জুন ২০১৫

বাস্তবায়ন না হলে বাজেট দিয়ে  উন্নয়ন সম্ভব নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে বাজেট একটা অঙ্ক, যথাযথ বাস্তবায়ন না হলে এ অঙ্ক দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে রবিবার দুপুরে সমুন্নয় আয়োজিত ‘বাজেট ২০১৫-১৬ কতটা প্রান্তজন বান্ধব?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। ইব্রাহিম খালেদ বলেন, ‘বাজেটের বাস্তবায়ন আর ব্যয় করা এক নয়। ব্যয় করা মানে ভাগ-বাটোয়ারা করে দেয়া, আর বাস্তবায়ন মানে সঠিক কর্মসূচীর ক্ষেত্রে ব্যয় করা। এ জন্য বাজেট বাস্তবায়নে সরকারের যথাযথ গুরুত্ব প্রদান করা উচিত।’ তিনি বলেন, ‘যে বাজেট দিয়েছে, বিনিয়োগ না বাড়লে সে বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন হবে না। এজন্য ব্যাংক ঋণ কমানো দরকার।’ দারিদ্র্য বিমোচনে বাজেটে কোন বরাদ্দ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে ৪০ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করত এখন তা ২২ ভাগে নেমে এসেছে। বাজেটে আলাদাভাবে বরাদ্দ থাকলে তা আরও নিচে নামিয়ে আনা সম্ভব।’ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রকল্প পরিচালক দিলরুবা ইয়াসমিন চৌধুরী ও বাজেট বিশ্লেষক ড. মাহফুজ কবীর প্রমুখ।
×