ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিষয় : দৈনন্দিন বিজ্ঞান

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৮, ৭ জুন ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? ক. ৯ গুণ বাড়বে খ. ৯ গুণ কমবে গ. ৩ গুণ বাড়বে ঘ. ৩ গুণ কমবে ২। গরষশু ধিু একটি- ক. তারা খ. নীহারিকাম-ল গ. সৌরজগত ঘ. সুপারনোভা ৩। নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়? ক. গ্রাফাইট খ. স্টিল গ. কয়লা ঘ. সোডিয়াম ৪। ভিটামিন ‘সি’-এর অপর নাম কি? ক. সাইট্রিক এসিড খ. ফলিক এসিড গ. এ্যাসকরবিক এসিড ঘ. রিবোফ্লোবিন ৫। পযড়ষৎড়ভষঁৎব পধৎনড়হ কে আবিষ্কার করেন? ক. চৎড়ভবংড়ৎ. অ. ংধষধস খ. চৎড়ভ. অ. ঊরহংষবরহ গ. চৎড়ভ. ঞ. গরফমষবু ঘ. চৎড়ভ. গবহফবষ ৬। কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয়? ক. ১৯৫৭ সালে খ. ১৯৫৯ সালে গ. ১৯৬১ সালে ঘ.১৯৬৩ সালে ৭। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কত? ক. ৮৯টি খ. ৯০টি গ. ৯১টি ঘ. ৯২টি ৮। দুটি ঘরের তাপমাত্রা সমান, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায় হবে? ক. প্রথমটি খ. দ্বিতীয়টি গ. একই রকম হবে ঘ. কোনটিই নয় ৯। দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম? ক. বেগুনী খ. কমলা গ. লাল ঘ. হলুদ ১০। ঢালাই লোহার পাইপ জোড়া দেওয়ার জন্য কোন ধরনের সিমেন্ট ব্যবহার করা হয়? ক. সিলিকেট খ. ফিনালিক গ. সালফার ঘ. ফিউরেন ১১। চড়ষুমৎধঢ়য বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে? ক. লেসার্ড খ. ডেসিন গ্যাবার গ. জন এ লরেসন ঘ. লীড ফরসেট ১২। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়? ক. ভিটামিন বি১ খ. ভিটামিন বি২ গ. ভিটামিন বি৫ ঘ. ভিটামিন বি১২ ১৩। জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষিত হয়? ক. মাইটেকেন্ডিয়া খ. রাইবোজোম গ. নিউক্লিয়াস ঘ. কোনটিই নয় ১৪। লেপ্রোসি বা কুষ্ঠরোগ একটিÑ ক. ব্যাকটেরিয়াজনিত রোগ খ. হরমোনের অভাবজনিত রোগ গ. ভাইরাসজনিত রোগ ঘ. ভিটামিনের অভাবজনিত রোগ ১৫। প্রিজমের মধ্য দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালীরূপ দৃষ্ট হয় এর পশ্চাতে যে প্রতিভাস তা হলো আলোরÑ ক. প্রতিফলন খ. প্রতিসরণ গ. বিচ্ছুরণ ঘ. শোষণ ১৬। মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কোনটি? ক. এনানিন খ. সিসটিন গ. টাইরোসিস ঘ. ফিনাইল এলানিন ১৭। স্টেইনলেস স্টীল তৈরিতে লোহার সাথে মিশানো হয়Ñ ক. অ্যালুমিনিয়াম ও কপার খ. কপার ও জিঙ্ক খ. নিকেল ও ক্রোমিয়াম ঘ. অ্যালুমিনিয়াম ও জিঙ্ক ১৮। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? ক. বায়ুম-লীয় প্রতিসরণ ষ. আলোর বিচ্ছুরণ গ. অপবর্তন ঘ. দৃষ্টিবিভ্রম ১৯। বহুরূপী মৌল কোনটি? ক. কার্বন খ. সোডিয়াম গ. ক্যালসিয়াম ঘ. অ্যালুমিনিয়াম ২০। চঐ মান দ্বারা পানিতে কিসের পরিমাণ পরিমাপ করা হয়? ক. ম্যাগনেসিয়াম খ. হাইড্রোজেন গ. ক্যালসিয়াম ঘ. কোনটিই নয় ২১। গ্যালভানাইজিং হলো লোহার উপরÑ ক. তামার প্রলেপ খ. গ্রীজের প্রলেপ গ. দস্তার প্রলেপ ঘ. রঙের প্রলেপ ২২। এক্স-রে গ্যাসের মধ্যে দিয়ে যাবার সময় গ্যাসকেÑ করে। ক. ঘনীভূত খ. আয়নিত গ. শীতল ঘ. উত্তপ্ত ২৩। কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ? ক. ফ্লপি ডিস্ক খ. মেমরি গ. সিপিইউ ঘ. মনিটর ২৪। ফ্লপি ডিস্ক হচ্ছেÑ ক. একটি অর্ধ-পরিবাহী স্মৃতি খ. একটি প্রধান স্মৃতি গ. হার্ডডিস্কের চেয়ে ছোট ঘ. কোনটিই নয়Ñ ২৫। কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়? ক. রেনিয়াম খ. প্যারাফিন গ. ক্লোরিন ঘ. আয়োডিন উত্তর : ১। ঘ, ২। খ, ৩। ক, ৪। গ, ৫। গ, ৬। ক, ৭। ঘ, ৮। ক, ৯। ক, ১০। ঘ, ১১। গ, ১২। ঘ, ১৩। খ, ১৪। ক, ১৫। গ, ১৬। ঘ, ১৭। গ, ১৮। ক, ১৯। ক, ২০। খ, ২১। গ, ২২। খ, ২৩। গ, ২৪। ক, ২৫। খ।
×