ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেট নিয়ে বিজেএ’র হতাশা

প্রকাশিত: ০৫:০০, ৭ জুন ২০১৫

বাজেট নিয়ে বিজেএ’র হতাশা

বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন (বিজেএ) ২০১৫-২০১৬ বাজেটে পাটখাত ও কাঁচা পাট ব্যবসায়ীদের সম্পর্কিত কোন বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছে। শনিবার দেয়া এক বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, উৎসে কর না কমিয়ে বরং ০.৮০ শতাংশ থেকে বাড়িয়ে ১.০০ শতাংশ করায় কাঁচা পাট রফতানিকারকদের ব্যবসায় অন্তরায় সৃষ্টি করবে এবং কাঁচা পাট রফতানিতে আগ্রহ হারিয়ে ফেলবে। সংগঠনের পক্ষ থেকে বাজেটে অবিলম্বে উৎসেকর মুক্ত করে পাটখাত ও কাঁচা পাট ব্যবসায়ীদের সমস্যাবলী সমাধান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছে।- অর্থনৈতিক রিপোর্টার দুগ্ধ খামারিদের জন্য দুই শ’ কোটি টাকার তহবিল দেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করতে খামারিদের জন্য দুইশ’ কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংককে এ খাতে বিনিয়োগের জন্য নির্দেশনা দিয়েছে। এ তহবিলের নাম দেয়া হয়েছে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে পুনঃঅর্থায়ন স্কিম। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে করা চুক্তি মোতাবেক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ছাড়াও সব বেসরকারী ব্যাংক এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন ও সুদ ভর্তুকি সুবিধা গ্রহণ করতে পারবে। ৫ বছর মেয়াদের এই প্রকল্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৩ বছরের জন্য ৫ শতাংশ সুদে ঋণ প্রদান করতে পারবে ব্যাংকগুলো। বিতরণ করা ঋণের টাকা গ্রাহককে প্রদেয় ব্যাংককেই আদায়ের ব্যবস্থা করতে হবে। আদায় করতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর চলতি হিসাব থেকে তা সমন্বয় করবে কেন্দ্রীয় ব্যাংক। -অর্থনৈতিক রিপোর্টার
×