ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৫ শতাংশের নিচে লভ্যাংশ দিলে জরিমানা

প্রকাশিত: ০৪:৫৭, ৭ জুন ২০১৫

১৫ শতাংশের নিচে লভ্যাংশ দিলে জরিমানা

স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে ভালো লভ্যাংশ দেওয়ায় উৎসাহিত করতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে। তালিকাভুক্ত কোনো কোম্পানি ১৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করলে জরিমানার কবলে পড়তে হবে। আর জরিমানা হিসেবে গুণতে হবে ৫ শতাংশ বাড়তি কর। তবে আর্থিক খাত তথা ব্যাংক, বিমা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। যেসব কোম্পানি ন্যুনতম ১৫ শতাংশ বা তার বেশি লভ্যাংশ ঘোষণা করবে সেগুলোকে প্রযোজ্য কর দিলেই চলবে। লভ্যাংশ নগদ বা বোনাস শেয়ার - যে ধরনেরই হোক না কেন কোম্পানিগুলো এ সুবিধা পাবে। -অর্থনৈতিক রিপোর্টার জমি কিনবে ফার কেমিক্যাল জমি কিনবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ২০০ শতাংশ জমি কিনবে কোম্পানিটি। ডাইস এবং কেমিক্যাল ফ্যাক্টরির দ্বিতীয় ইউনিটের সম্প্রসারণে এ জমি কিনবে কোম্পানিটি। তবে এ জন্য কী পরিমাণ অর্থ ব্যয় হবে তা জানানো হয়নি। ২০১৪ সালে কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×