ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্মি শূটিং এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৪:৫৪, ৭ জুন ২০১৫

আর্মি শূটিং এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত ‘বেক্সিমকো জাতীয় শূটিং প্রতিযোগিতা’ শনিবার শেষ হয়েছে। এতে আর্মি শূটিং এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং ঢাকা রাইফেল ক্লাব রানার্সআপ হয়। প্রতিযোগিতার সমাপনী দিনে পাঁচটি ইভেন্টে পদকের নিষ্পত্তি হয়। গুলশানে অবস্থিত জাতীয় শূটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার পিস্তলে (পুরুষ) আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের মহেন্দ্র কুমার সিংহ ১৮৮.৭ পয়েন্ট পেয়ে স্বর্ণ, একই ক্লাবের রায়হানুল ইসলাম ১৮৮.৬ পয়েন্ট পেয়ে রৌপ্য, রাজশাহী রাইফেল ক্লাবের মোস্তাহিদ-উল-ইসলাম ১৬৯.১ পয়েন্ট পেয়ে তাম্র; ১০ মিটার এয়ার পিস্তলে (জুনিয়র, পুরুষ) আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন ৫৬৪ পয়েন্ট পেয়ে স্বর্ণ, একই ক্লাবের শাকিল আহম্মেদ ৫৫১ পয়েন্ট পেয়ে রৌপ্য, বিকেএসপি শূটিং ক্লাবের শেখ শাহজালাল সাদমান ৫৪৩ পয়েন্ট পেয়ে তাম্র; ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে (পুরুষ) ঢাকা রাইফেল ক্লাবের আবদুল্লাহ হেল বাকী ১১৪১ পয়েন্ট পেয়ে স্বর্ণ, কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন ১১৩৬ পয়েন্ট পেয়ে রৌপ্য, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের রমজান আলী ১১১২ পয়েন্ট পেয়ে তাম্র; ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে (জুনিয়র, পুরুষ) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের জেসিমুজ্জামান ১০৮৯ পয়েন্ট পেয়ে স্বর্ণ, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের ছগির আহম্মেদ ১০৮৬ পয়েন্ট পেয়ে রৌপ্য, বিকেএসপি শূটিং ক্লাবের আবু সুফিয়ান ১০৭৮ পয়েন্ট পেয়ে তাম্র; স্কিট ইভেন্টে আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের এসএম সাব্বির হাসান স্বর্ণ, চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরুদ্দিন সেলিম রৌপ্য এবং ঢাকা রাইফেল ক্লাবের আলতামাস কবির তাম্রপদক লাভ করেন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শূটারদের পুরস্কৃত করেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঝিনাইদহ দাবায় চ্যাম্পিয়ন মুর্শিদ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা দাবা বাছাই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোঃ মুর্শিদ আলম। ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে। গত শুক্রবার সকালে শুরু হয়ে শনিবার বিকেলে এ দাবা প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় ২২ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সাবেক দুই চ্যাম্পিয়ন মোঃ নজরুল ইসলাম ও চান্নু মিয়াকে পরাজিত করে মোঃ মুর্শিদ আলম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন মুর্শিদ আলম জানান, তিনি জুলাই মাসে ঢাকায় বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় দাবায় (বি) অংশগ্রহণ করবেন।
×