ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ সিরিজ

প্রোটিয়া দল ঘোষণা

প্রকাশিত: ০৪:৫০, ৭ জুন ২০১৫

প্রোটিয়া দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দলের মধ্যকার সাত ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই। এক মাস আগেই প্রোটিয়ারা এ সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের যুব টাইগারদের বিপক্ষে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এ দলটিকে নেতৃত্ব দেবেন টনি জি জর্জি। শুক্রবার প্রোটিয়াদের অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড। ৬ জুলাই শুরু হয়ে সাত ম্যাচ ওয়ানডে সিরিজটি শেষ হবে ২০ জুলাই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার ডারবান এবং পিটারমারিজবার্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পূর্বনির্ধারিত চুক্তি অনুযায়ী এবার সফর করবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এর আগে বাংলাদেশে সাত ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে যায় প্রোটিয়া যুবারা। বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের কাছে ৬-১ এ সিরিজ হারে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশে হতে যাওয়া ২০১৬ সালের আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দুই দলের মধ্যে সিরিজ আয়োজন করা হয়। দল ঘোষণার পর দক্ষিণ আফ্রিকা দলটির কোচ লরেন্স ম্যাথলেন বলেন, ‘আমি নতুন একটি চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি। দলটিকে কিছুটা অভিজ্ঞতার মিশেলে তৈরি করা হয়েছে। দুই দেশের সিরিজটি দারুণ হবে বলে আশা করছি।’ ৬ জুলাই প্রথম ওয়ানডে হলেও বাংলাদেশের টাইগাররা সেখানে যাবে ২৯ জুন। ৩ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। ৬ জুলাই প্রথম ওয়ানডে খেলবে তারা। দক্ষিণ আফ্রিকা দল ॥ টোনি জর্জি (অধিনায়ক), জিয়াদ আব্রাহাম, আকিল এব্রাহিম, ডিন ফোক্সক্রোফট, দাইয়ান গালিয়েম, ব্রেন্ডন গ্লোভার, কনর ম্যাকের, এনডুডুজু এমফোজা, রিভালডো মুনসামি, উইয়ান মুলডার, কাবেলো সেখুখুনে, লুথো সিপামলা, লিয়াম স্মিথ, কাইল ভেরিন ও সিন হোয়াইটহেড।
×