ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিইউপি’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ০৪:৪৬, ৭ জুন ২০১৫

বিইউপি’র ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার ঢাকার মিরপুর সেনানিবাসের বিইউপি ক্যাম্পাসে পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল পতাকা উত্তোলন, বিশেষ দোয়া মাহফিল, শোভাযাত্রা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিইউপি’র উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ পিএসসি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন। এরপর দোয়া পাঠ শেষে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা বিইউপি ক্যাম্পাস থেকে শুরু হয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও এমআইএসটি’র ওসমানী হল প্রদক্ষিণ করে আবার বিইউপিতে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিইউপি’র উপাচার্য উপস্থিত কর্মকর্তা এবং ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান। বিইউপি’র ছাত্রছাত্রী ও অতিথি ব্যান্ডদলের শিল্পীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘটে।- আইএসপিআর
×