ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চমেক হাসপাতালে বিদ্যুত বিপর্যয়ে অচলাবস্থা

প্রকাশিত: ০৪:২৫, ৭ জুন ২০১৫

চমেক হাসপাতালে বিদ্যুত বিপর্যয়ে অচলাবস্থা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ার পর থেকে বিদ্যুত সরবরাহে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ পিডিবির সহযোগিতায় অচলাবস্থা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণপূর্ত অধিদফতর কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, বর্তমানে বিদ্যুত সরবরাহ সমস্যা প্রায় সমাধানের পথে। তবে নতুন ট্রান্সফরমার স্থাপন না হওয়া পর্যন্ত এর পূর্ণ সমাধান হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। মাগুরায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৬ জুন ॥ মাগুরার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দলের সংঘর্ষে গুরুতর আহত কুদ্দুসু মোল্লা (৫২) নামে একব্যক্তি শনিবার সকালে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । জানা গেছে, মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের সূত্র ধরে শুক্রবার সংঘর্ষের ঘটনায় কুদ্দুস মোল্লাসহ দুজন আহত হয় এবং ৫টি বাড়ি ভাংচুর হয়। মোদি-মমতাকে স্বাগত জানিয়ে ছিটমহলে আনন্দ উল্লাস স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে পঞ্চগড়ে আনন্দ মিছিল ও বিজয় উল্লাস প্রকাশ করেছে ছিটমহলবাসীরা। পঞ্চগড় জেলার অভ্যন্তরে ভারতীয় ৩৬টি ছিটমহলে পৃথকভাবে আনন্দ মিছিল করা হয়। শনিবার সকালে বোদা উপজেলার অভ্যন্তরে অবস্থিত পুটিমারী ছিটমহলের নাগরিকরা পঞ্চগড়-ঢাকা মহাসড়কে আনন্দ মিছিল করে। ছিটমহলের নারী-পুরুষ ও শিশুরাও মিছিলে অংশ নেয়। চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা পিছিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৬ জুন ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০১৩ সালের চতুর্থ বর্ষ অনার্স পরীক্ষা পিছিয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচী ২৫ জুনের পরিবর্তে আগামী ১১ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পুনর্নির্ধারিত সময়সূচী বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে (িি.িহঁ.বফঁ.নফ) প্রকাশ করা হয়েছে। জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সেশন জট নিরসনে জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্রাশ প্রোগ্রাম অনুযায়ী ভর্তি, ক্লাস, পরীক্ষা এবং ফল প্রকাশ করা হচ্ছে।
×