ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়া থিয়েটারের নাট্য উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৪:১৬, ৭ জুন ২০১৫

বগুড়া থিয়েটারের নাট্য উৎসবের সমাপনী

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়া থিয়েটার ৭ দিনব্যাপী বর্ণাঢ্য নাট্য উৎসবের সমাপনী হলো বৃহস্পতিবার। দলের প্রতিষ্ঠার ৩৫ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই নাট্য উৎসবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। উৎসবের শেষ দিন রবীন্দ্র নাথের রচনা অবলম্বনে ‘শেষের রাত্রি’ নাটকের মঞ্চায়ন হয়। নাট্য উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন টিএমএসএসএর নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন করতোয়ার সম্পাদক মোজাম্মল হক লাল । সভাপতিত্ব করেন থিয়েটার সভাপতি এএইচ আযম খান, স্বাগত বক্তব্য রাখেন তৌফিক হাসান ময়না। সমাপনী অনুষ্ঠানের শেষে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং তৌফিক হাসান ময়নার নাট্যরূপ ও নির্দেশনায় নাটক ‘শেষের রাত্রি’। এছাড়া উৎসবে সাত দিনে মঞ্চস্থ হয় নাটক ‘কৈবর্ত বিদ্রোহ’, ‘দ্রোহ’, ‘দেওয়ান গাজির কিচ্ছা’, ‘কোর্ট মার্শাল’ ও ‘কিত্তনখোলা’। গত ২৯ মে বগুড়ার ঐতিহাসিক টিটু মিলনায়তনে এ নাট্যউৎসব শুরু হয়েছিল। াটকগুলোতে উঠে আসেছে মুক্তি যুদ্ধের গল্প, ধর্মান্ধতার বিরুদ্ধে লড়ায়ের মন্ত্র, শোষক শ্রেণীর বিরুদ্ধে গর্জে ওঠার আর্তনাদ। ভিন্ন ভিন্ন স্বাদের নাটকে দর্শক হৃদয় কখনও পেয়েছে প্রেমের সিক্ত বাতাস আবার কখনও নাটকের চরিত্রের সঙ্গে মিশে গিয়ে তুলেছে দ্রোহের শানিত আওয়াজ। আমিরের বিরুদ্ধে আইনী নোটিস সংস্কৃতি ডেস্ক ॥ কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই একটি টিভি শো এ দেশের জাতীয় প্রতীক ব্যবহার করায় বলিউড অভিনেতা আমির খানের বিরুদ্ধে আইনী নোটিস পাঠানো হয়েছে। নোটিসটি পাঠিয়েছেন মনোরঞ্জন রায় নামে এক সমাজ কর্মী। ওই ব্যক্তির দাবি, ‘সত্যমেভ জয়তে’ কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়াই দেশের প্রতীক ব্যবহার করেছেন। জানা যায়, মনোরঞ্জন রায়ের আইনজীবী মনোজ সিংহ দ্বারা এই আইনী নোটিস শোয়ের প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরন রাও এবং পরিচালক সত্যজিত ভাটকলের কাছে পাঠানো হয়েছে। ‘সত্যমেবভ জয়তে’ প্রতীকটি ব্যবহারের ক্ষেত্রে সরকারের অনুমতির একটি লিখিত প্রমানপত্র দাখিল করতেও বলা হয়েছে। তা না হলে এ ব্যপারে আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মনোরঞ্জন।
×