ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগামী মাসে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩১, ৬ জুন ২০১৫

আগামী মাসে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ নির্ধারিত সময়ের পূর্বেই ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী জুলাই মাসের যে কোন দিন কারাখানার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের অপেক্ষায় এখন প্রহর গুনছেন বৃহৎ এই কারখানার সঙ্গে সংশ্লিষ্টরা। ফেঞ্চুগঞ্জ ন্যাচারাল ফার্টিলাইজার সার কারখানাটির উৎপাদন এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এই কারখানার সাড়ে তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে ইতোমধ্যে শাহজালাল সার কারখানায় নিয়োগ দেয় হয়েছে। আরও লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। নবনির্মিত শাহজালাল সার কারখানায় গত ২৯ মে গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। শাহজালাল ফার্টিলাইজার কারখানা স্থাপনের লক্ষ্যে ২০১২ সালের শুরুতে ১৫০ একর জমি অধিগ্রহণ করা হয়। একই বছরের ২৪ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ৫ হাজার ৪০৯ কোটি টাকা। কারখানাটি চালু হলে দৈনিক ১ হাজার ৭৬০ টন করে বছরে ৫ লাখ ৮০ হাজার ৮০০ টন ইউরিয়া উৎপাদন হবে।
×